অলিম্পিকের ইতিহাসে দেশকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একক ভাবে প্রথম সোনা এনে দিলেন কৃষকের সন্তান নীরজ

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: দেশের ইতিহাসে প্রথম বার অলিম্পিকসের (Tokyo2020) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত সোনা জিতলেন হরিয়ানার কৃষক পরিবারের সন্তান নিরজ চোপড়া (Neeraj Chopra)। শনিবার বর্শা নিক্ষেপে সোনা জিতে নিলেন নিরজ। ফাইনালের আগে ৫টি রাউন্ডে তিনিই প্রথম ছিলেন। তাই তার পর থেকেই আশায় বুক বাঁধছিলেন আপামর দেশবাসী। শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ করে দিলেন তিনি।

অলিম্পিকে যবে থেকে অংশ নিচ্ছে ভারত তাতে এতদিন এই সাফল্য ছিল অধরা। আগে হকিতে নিয়মিত সোনা এলেও পরে দীর্ঘ দিন পর শ্যুটার অভিনব বিন্দ্রার হাত ধরে সোনা আসে। ২০০৮ সালে বেজিং অলিম্পিকসে অভিনবর হাত ধরে ব্যক্তিগত বিভাগে সোনা এলেও সেটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগ ছিল না। অলিম্পিকে অন্য সব বিভাগের থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগকে সব থেকে বেশি গুরত্ব দেওয়া হয়। গোটা বিশ্বের নজর থাকে এই বিভাগগুলিতে। সেখানে ব্যক্তিগত বিভাগে নীরজ সোনা এনে দিয়ে দেশের মাথা গোটা বিশ্বে উঁচু করে দিয়েছেন।

হরিয়ানার পানিপথের কাছে খান্দ্রা গ্রামে এক কৃষক পরিবারের সন্তান বছর তেইশের নীরজ। নীরজের হাত ধরে সপ্তম পদক এল টোকিয়ো অলিম্পিকস থেকে। এর আগে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রুপো এনে দিয়েছেন মীরাবাই চানু এবং ফ্রি স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে রুপো এনে দিয়েছেন রবি কুমার। এবং মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, মহিলাদের ৬৪-৬৯ কেজি বিভাগের বক্সিংয়ে বি লাভলিনা, পুরুষদের হকিতে এবং পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ এনে দিয়েছেন বজরং পুনিয়া। মোট একটি সোনা, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ নিয়ে ভারত এখন পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এসেছে।

মহিলা হকি দল প্রথমবার সেমিফাইনালে পৌঁছলেও ব্রোঞ্জ দখলের লড়াইয়ে হেরে যান। তবে তাঁদের এই সাফল্যকে মোটেই ছোট করে দেখছেন না আপামর ক্রীড়াপ্রেমী। গত বার লন্ডন অলিম্পিকসে ভারত মোট ৬টি পদক জয় করে। তবে সে বারও কোনও সোনা ছিল না। আর এবার একটি সোনা-সহ মোট ৭টি পদক জিতে নিল।

নীরজ চোপড়ার এই সাফল্যে গোটা দেশ গর্বিত। গোটা দেশ থেকে তার জন্য শুভেচ্ছা বার্তা পৌঁছেছে। সোশ্যাল মিডিয়া তাঁর জয়জয়কার ধ্বনিতে প্লাবিত।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *