নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ও ঘাটাল: পুজোর আগে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটি (ডিউস)। গত ২ ও ৩ অক্টোবর পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ও দাসপুরে কিছু দুঃস্থ শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয় সোসাইটির তরফে।
এই অতিমারীর অন্ধকার থেকে মুক্তি দিতে, সবার মুখে হাসি ফোটাতে মর্ত্যে আসছেন আমাদের দুর্গা মা। আকাশের পেঁজা তুলো মেঘে, কাশের সাদা বনে জেগেছে তারই আনন্দ আগমন। প্রায় সবাই এই আনন্দ যজ্ঞে সামিল হতে প্রস্তুত। দোকানে, শপিং মলে নতুন জামা কেনার জন্য মানুষের ভিড় তারই প্রমান দেয়। অথচ আমাদের চারিপাশে বেশ কিছু অসহায় শিশু রয়েছে, যাদের দুর্গাপূজায় নতুন জামা কেনার সামর্থ্য নেই।
সে কথা মাথায় রেখেই DEWS-DASPUR EUPHORIC WELFARE SOCIETY এর পক্ষ থেকে আজ ৩ অক্টোবর, ২০২১ (রবিবার) বাসুদেবপুর গ্রামের বেশ কিছু অসহায় শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হল। এই দিন শিশুদের হাতে নতুন জামা তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নীল রতন সিরকার মেডিক্যাল কলেজের সহকারী সুপার অভিষেক দে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন এবং উপপ্রধান কাজল কুমার সামন্ত-সহ সমাজের বিশিষ্ট কয়েক জন।
২ অক্টোবর ডিউসের সদস্যরা পশ্চিম মেদিনীপুরের ভাদুলিয়া, মুচিবেড়িয়া ও বালিচূড়া গ্রামগুলির অসহায়, দুঃস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। সোসাইটির সম্পাদক ডক্টর সুমন্ত কুমার খাঁড়া বলেন, “শুধু আমরাই দুর্গাপূজায় নতুন জামা পরব, আর সমাজের অসহায় শিশুগুলি নতুন জামা পরবে না, তা কি হয়? তাই আমরা সোসাইটির সমস্ত সদস্য মিলে দুর্গাপূজায় শিশুদের নতুন জামা বিতরণের সিদ্ধান্ত নিই। ইতিমধ্যেই দুটি জায়গায় কাজ সম্পন্ন হয়েছে। এরপর কলকাতা, পশ্চিম মেদিনীপুরের বালিচক ও বাড়জালালপুর- সুলতাননগরেও দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হবে। আমাদের এই কাজে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
ডিউস ইতিমধ্যেই বন্যাত্রাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহ বিভিন্ন কাজে এগিয়ে এসেছে। ডিউসের আবেদন সমাজের সকল মানুষ যদি নিজেদের সাধ্যমত একটু এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।





