শ্যামসুন্দর দোলই, ঘাটাল: এই বাংলা শারদ শোভায় উজ্জ্বল। কাশফুলের চামর দোলনে, শিউলির সৌরভে আকাশ, বাতাস মাতোয়ারা। প্রকৃতিতে সাজো সাজো রব। কিন্তু, আর্থিক অনটনে দুঃস্থ মায়েদের মনে বিষাদ! এই বিষাদ অবসানে তাদের পাশে দাঁড়িয়েছে ঘাটাল (Ghatal) মেধা অন্বেষণ ও অনুপ্রেরণা।
সমাজসেবা ও শিক্ষা মূলক প্রতিষ্ঠান (NGO) মেধা অন্বেষণ ও অনুপ্রেরণার কর্ণধার শিক্ষক সমীরণ মাইতি ও সহযোগীরা এই মহত উদ্যোগে হাত লাগিয়েছেন। গোটা কর্মকাণ্ডের পৌরোহিত্য করেছেন সংস্থার সভাপতি তথা সরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক। প্রধান অতিথি রূপে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ছিলেন এডিআই শ্রীকান্ত দোলই, প্রধান শিক্ষক শোভন সাহু, সমাজসেবী অজিত দে প্রমুখ।
অনুষ্ঠানে ঘাটাল মেধা অন্বেষণ ও অনুপ্রেরণার তরফে ১৫০ জন মায়ের হাতে একটি করে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। দেবী পক্ষের সূচনায় পুজোর উপহার পেয়ে স্বাভাবিক ভাবে নিজেদের খুশি এবং ঘাটাল মেধা অন্বেষণ ও অনুপ্রেরণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
ঘাটাল মেধা অন্বেষণ ও অনুপ্রেরণার তরফে জানানো হয়েছে, পুজোর আগে এমন আরও কিছু কর্মসূচির কথা ভাবা হয়েছে। সারা বছর তাঁরা যে কর্মসূচি নেন এই বস্ত্র বিতরণ তারই অঙ্গ।





