শ্যামসুন্দর দোলই, ঘাটাল: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মপক্ষের আদলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মপক্ষে শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভাটি তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাঙ্কের নাড়াজোল শাখায় আয়োজন হয়।
এই অনুষ্ঠানের পৌরোহিত্য করেন তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সম্পাদক কৌশিক কুলভী। প্রথমে তিনি মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এর পর উপস্থিত শিক্ষিকা শিক্ষকাদের সংবর্ধনা দেওয়া হয়। কৌশিখ কুলভী, সমবায় ব্যাঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ও উদ্দেশ্য, সরকারি পরিষেবা সমবায় ব্যাঙ্কের মাধ্যমে সমাজের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছনর বিষয়গুলি ব্যক্ত করেন।
প্রধান অতিথি এই ব্যাঙ্কের ডিজিএম অভীক প্রামাণিক এই ব্যাঙ্ক থেকে সকল পেশার গ্রাহকদের সহজ শর্তে সব রকম পরিষেবা দেওয়ার আন্তরিকতা বর্ণনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নাড়াজোল মহেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক প্রদীপ জানা, শিক্ষক নেতা শ্যামসুন্দর দোলই, বিকাশ প্রামাণিক ও ধ্রুবশেখর মণ্ডল এই সমবায় ব্যাঙ্কের শাখা থেকে প্রাপ্ত পরিষেবাদির সুযোগ সুবিধা ও আন্তরিকতার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
অঙ্গনওয়াড়ির সেবিকা সান্ত্বনা সামন্তের এক প্রশ্নের জবাবে কৌশিক কুলভী এখান থেকে লোন পরিষেবা ছাড়াও সঞ্চয় প্রকল্পগুলিতেও উচ্চাশা নিশ্চিত করিয়েছেন।
এদিন শিক্ষাক্ষেত্রে অঙ্গনওয়াড়ি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণের এই আলোচনা সভা সুচারুভাবে সঞ্চালনা করেছেন এই নাড়াজোল শাখার প্রবন্ধক সুখেন্দুশেখর সাঁতরা। তিনি এক সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, সকল পেশার মানুষকে স্বয়ম্ভর করানোর পরিষেবায় এই সমবায় ব্যাঙ্কের কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞ।





