‘করোনা অতিমারী সামলাতে ব্যর্থ’, ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় কয়েক হাজার মানুষ

Share with Friends

‘করোনা অতিমারী সামলাতে ব্যর্থ’, ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় কয়েক হাজার মানুষ

সংবাদ সংস্থা: প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে করোনার অতিমারীর সামাল দিতে চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ তুলে এবার রাস্তায় নামলেন হাজার হাজার ব্রাজিলিয়ান। দীর্ঘ দিন ধরেই ক্ষোভ জমছিল। সম্প্রতি তার বহিপ্রকাশ শুরু হয়েছে। শনিবার রাজাধানী ব্রাসিলিয়া এবং রিও ডি জেনিরো ছাড়াও অন্তত ১৪টি শহরে ছড়িয়ে বিক্ষোভের আগুন। কয়েক হাজার মানুষ মাস্ক পরে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে স্লোগান ওঠে। আজ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

আমেরিকার পরেই বিশ্বের মধ্যে করোনায় মৃত্যের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রথমে করোনাকে সাধারণ ফ্লু বলে উড়িয়ে দেন বলসোনারো। এমনকি করোনার প্রকোপ আটকাতে বিশেষ কোনো কার্যকরী পদক্ষেপও নেননি বলে অভিযোগ। এর পর অতিমারীর প্রকোপ বাড়তেই দ্রুত কমতে থাকে বলসোনারোর জনপ্রিয়তা। যা এবার বিক্ষোভের আকারে রাস্তায় নেমে এল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি থেকে জানা গিয়েছে, এই বিক্ষোভের মূল আয়োজক ছিল বামপন্থী রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন শাখা সংগঠনগুলি। এর মধ্যে শ্রমিক ইউনিয়ন এবং ছাত্র সংগঠনগুলিও রয়েছে। তবে বিক্ষোভ থেকে কোনও রকম অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। বিক্ষোভ এক প্রকার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি শহরে বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবারের বুলেট ছুড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তাতে কয়েক জন আহতও হয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *