মীন রাশির মানুষ – এখানে আমরা মীন রাশির জাতক জাতিকারা কেমন হয় তা আলোচনা করলাম। তবে এখানে আমরা জেনারেল একটি আলোচনা শেয়ার করব। অমত হলে ক্ষমা করবেন। আর যদি মনে হয় ঠিক তবে অন্যদের সঙ্গে শেয়ার করুন।
১। একটু চঞ্চল প্রকৃতির হতে দেখা যায়। চেহারায় হাসিখুশি ভাব বেশি লক্ষ্য করা যায়। যখন চিন্তায় থাকেন, তখন খুব বেশি অস্থির হয়ে ওঠেন।
২। পৃথিবীর যাবতীয় দায়িত্ব এনারা নিজেদের ওপর নিতে পছন্দ করেন। তবে যখন খুশি থাকেন, তখন আনন্দের কোন সীমানা থাকেনা।
৩। যে কোন কাজ মুড অনুযায়ী করতে ভালোবাসেন। কাজ করতে পিছপা হননা। নিজের কাজ না করে অন্যকে দিয়ে ভাল কাজ করাতে পারেন। তবে মনের মত সঙ্গী পেলে সমস্ত কাজ করতে পারেন।
৪। রাগ বা জোর করে কোন কাজ এনাদের দিতে করানো সম্ভব হয়না। ভাল বন্ধু হতে পারেন। ক্ষুদ্রতম কাজের জন্যেও এনারা ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেন না।
৫। মানুষের ব্যক্তিত্ব বা নেচার সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। এনারা খুব বেশি ট্র্যাভেল করেন। যে কোন কাজ খুব উৎসাহের সাথে শুরু করলেও মাঝখানে এসে থমকে যাওয়া এনাদের স্বভাবের মধ্যে পড়ে।