ব্যুরো রিপোর্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ জন্মদিন উপলক্ষে গোটা দেশে বিজেপির তরফে কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল থেকেই টুইটারে #HappyBdayModiji ট্রেন্ডিং শুরু হয় বিজেপি আইটি সেলের তরফে। সব রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও কিছু কর্মসূচি নেয় বিজেপি।
দেশ জুড়ে শুক্রবার বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন পালন করলেন। কোথাও রক্তদান শিবির আবার কোথাও অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর মতো একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয়। সোনামুখী হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন বিজেপি বিধায়ক।
সকালেই সোনামুখী গ্রামীণ হাসপাতালে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি পৌঁছে যান। এবং হাসপাতালের ৪৫ জন রোগীর মধ্যে ফল বিতরণ করেন। পাশাপাশি রোগীদের শারীরিক খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিবাকর ঘরামি জানান, আগামী ৭ তারিখ পর্যন্ত মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন করা হবে।





