শ্যামসুন্দর দোলই, দাসপুর: বাংলার আকাশে বাতাসে মায়ের আগমনী সুর বাজছে। বঙ্গবাসী নানা দুর্গতি সয়েই মায়ের আরাধনায় মাতোয়ারা। এই আবহে দেবীপক্ষের মহাষষ্ঠী তিথিতে উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরে দাসপুরের রাজনগর পশ্চিমের দুর্গোৎসবের।
উদ্বোধন করেন রাজনগর ইউনিয়ন হাইস্কুল থেকে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েল। অনুষ্ঠানে তিনি আয়োজকদের সমাজসেবার দিক তুলে ধরে আরও বিকশিত হওয়ার আহ্বান জানিয়েছেন। দাসপুর়-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনিল দোলই করোনা সতর্কতায় মানুষের পরিষেবায় সরকারি সহযোগিতার বাস্তবায়নে সব ক্লাব সংগঠনের অংশগ্রহণের আবেদন জানিয়েছেন।
১২তম বর্ষের এই উৎসবে এলাকাবাসীদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজনগর ইউনিয়ন হাইস্কুলের সহকারী শিক্ষক বিপ্লব ওঝা, দিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রীকান্ত কদম, সংঘ সভাপতি পুণ্য ছাতিক, সম্পাদক-সহ অন্যান্য সদস্য সদস্যারা। সভায় পৌরোহিত্য করেন সমাজসেবী শ্যামাপদ সামন্ত ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুজন প্রামাণিক।





