ধনু ও মকর রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

Share with Friends

ধনু ও মকর রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

ধনু – এর বেশ বাস্তববাদী হয়ে থাকে। লক্ষে স্থির থেকে কাজ করতেই এঁরা পছন্দ করে। এঁরা কোন কাজের শুরু বেশ উৎসাহের সাথে করলেও শেষে গিয়ে সেই উৎসাহ হারিয়ে ফেলে। এর ফলে কাজ আটকে যায়।

এঁরা অন্যের বিষয়ে বেশি নাক গলায় না। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনও সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। তবে এঁরা সহজে উৎসাহ হারায় না। যে কাজ শুরু করে সেই কাজ শেষ করার এঁরা খুব প্রয়াস করে থাকে। তবে এঁরা সহজে রেগে যায়।

অল্পতে মেজাজ বিগড়ে যায়। মনের দিক থেকে বেশ ভাল হয়ে থাকেন ধনু রাশির জাতক জাতিকা। কাউকে সহজে ক্ষমা করে দেয়। ইমোশনাল হয়ে থাকেন। মানুষ বেশিরভাগ সময় এঁদের ঠকানোর চেষ্টায় থাকে।

এঁদের অজ্ঞাত ভয়, চিন্তা ইত্যাদি সব সময় তাড়া করে। এঁরা কোন কাজের জন্যে পরে আফসোস করে। এঁরা অন্য দের ভরসা করে গোপন কথা বলে ফেলে এবং পরে সেই কারনে এঁদের পস্তাতে হয়।

মকর – সাধারণত কারোর ওপর চট করে বিশ্বাস করেন না। অন্যরাও এঁদের খুব সহজে বুঝতে পারেন না। বেশিরভাগ সময় এনারা অন্যের স্বভাব চরিত্র মূল্যায়ন করতে ব্যস্ত থাকেন। এই কারণে অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে ভাল সম্পর্কও খারাপ করে ফেলেন।

তবে একই কারণের জন্যে ঠকে যাওয়ার থেকে বেঁচে যান। সময় মেনে কাজ করতে ভালোবাসেন। কোন কাজ শুরু করেন যথেষ্ট উৎসাহের সাথে। তবে কাজ শেষ হওয়া পর্যন্ত সেই উৎসাহ বা এনার্জি আর খুঁজে পাওয়া যায় না।

এনারা ভালোবাসা পেলেই একই পরিমাণ ভালোবাসা অন্যদের নাও দিতে পারেন। তবে নিজেদের ব্যবহার, বুদ্ধিমত্তার দ্বারা অন্যদের আপন করতে পারেন। এনারা চাকরি কম করেন, ব্যবসা করা বেশি পছন্দ করেন। স্থায়ী সম্পত্তির মালিকানা পেতে এনারা খুব বেশি ভালোবাসেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *