Ghatal: শিক্ষারত্ন দুলাল চন্দ্র করের স্মরণ সভার আয়োজন ঘাটালে

Share with Friends

শ্রীকান্ত কদম ও শ্যামসুন্দর দোলই, ঘাটাল: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান প্রাপ্ত শিক্ষক দুলালচন্দ্র করের স্মরণ সভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালে (Ghatal)। বৃহস্পতিবার এই স্মরণসভার আয়োজন করে শিক্ষারত্ন দুলালচন্দ্র কর স্মৃতি রক্ষা কমিটি।

বৃহস্পতিবার ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই দ্বিতীয় প্রয়াণ দিবসটি পালিত হয়। গত বছর ২৫ নভেম্বর প্রয়াত হন দুলালচন্দ্র কর। ১৯৫৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনে যোগ দিতে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রসারের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে নজির স্থাপন করেন।

প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সহযোগিতায় ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়কে হেরিটেজ স্কুলে পরিণত করেছেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের স্মরণে নির্মিত হেরিটেজ ভবনের উদ্বোধন‌ তৎকালীন রাষ্ট্রপতির হাত দিয়ে সম্পন্ন করিয়ে ঘাটালের কণ্ঠস্বর দিল্লির দরবারে পৌঁছে দেন দুলালচন্দ্র কর।

এছাড়াও তিনি সমাজ দরদী শিক্ষক হিসেবে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান কর্মশালাও গড়ে তুলেছিলেন। তাঁর কর্মকাণ্ড স্মরণে এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক প্রকাশ সামন্ত ও বরুণ বিশ্বাস সম্পাদিত একটি পুস্তক প্রকাশ করা হয়েছে।

এই সভায় তাঁর গুণমুগ্ধ শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে আরও সামিল ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিজ্ঞানী ডক্টর সনৎ মাইতি, ঘাটাল ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, দুলাল চন্দ্র করের স্ত্রী তথা স্মৃতি রক্ষা কমিটির সভানেত্রী মীনা কর, কার্যকরী সভাপতি শিক্ষক সুব্রত বাঙাল, যুগ্ম সম্পাদক  শিক্ষক তাপস কুমার পোড়েল ও চন্দ্রনাথ খাঁড়া প্রমুখ। প্রত্যেকেই দুলালচন্দ্র করের কর্মকাণ্ড স্মরণ করে তা উত্তরসূরীদের মধ্যে প্রসারের আহ্বান জানান।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *