‘সমবায় জয়তু’ বার্তায় ব্যাঙ্কের ২৫তম শাখার শুভ উদ্বোধন

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরে দাসপুরের নাড়াজোলে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ২৫ তম শাখার শুভ উদ্বোধন হল শুক্রবার। সরকারি প্রকল্প এবং ঋণ এবং ব্যাঙ্কিংয়ের অন্যান্য সব সুযোগ সুবিধা মিলবে এই শাখাতেও।

শুক্রবার সমবায় জয়তু- বার্তায় উদ্বোধন করেছেন এই ব্যাঙ্ক পরিচালন কমিটির বর্তমান সম্পাদক কৌশিক কুলভী। নব ভবনের শুভ দ্বারোদঘাটন করেছেন নিজ-নাড়াজোল গ্রাম পঞ্চায়েত প্রধান গগনচন্দ্র সামন্ত।  পৌরোহিত্য করেছেন কমিটির স্থায়ী সভাপতি গোপালচন্দ্র মাইতি। ব্যাঙ্কের বর্তমান ডিরেক্টরা-সহ দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, সমাজসেবী স্বরূপ ভুঁইয়া, মিহির মণ্ডল এবং স্থানীয় মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু প্রভৃতি প্রকল্পে স্বল্প সঞ্চয়, বিপুলতর সঞ্চয়, কৃষক, কৃষি শ্রমিক, শিক্ষক-শিক্ষিকা, স্বনির্ভর  গোষ্ঠী, স্বসহায়িকা গোষ্ঠী, যে কোনও ব্যবসা, গৃহ নির্মাণ, গৃহ সংস্কার ইত্যাদিতে সহজ শর্তে লোন পরিষেবা দিতে দায়বদ্ধ। 

এটি সামবায়িক পদ্ধতি চলা সকলের ব্যাঙ্ক। ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে থেকেই ব্যাঙ্কের কর্মকর্তা নির্বাচিত হন। এলাকাবাসীদের এই ব্যাঙ্কে সঞ্চিত টাকা এই এলাকাবাসীদেরই কৃষি ও সামাজিক উন্নয়নে সকলের দুয়ারে পৌঁছানোই মূল লক্ষ্য। 

এদিন ব্যাঙ্ক পরিষেবা যাত্রার শুরুতেই মোটা অঙ্কের অর্থ সঞ্চয়ের প্রথম পাশ বহিটি খুলেছেন এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মহিম আলি। এজন্য তাঁকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে। এরপর এলাকার গৃহলক্ষ্মী ও গৃহকর্তাগণ সাগ্রহে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে শুরু করেন। এদিন পতাকা উত্তোলন থেকে অনুষ্ঠান সমাপ্তি পর্যন্ত সুচারু সঞ্চালনা করেছেন ব্যবস্থাপক সুখেন্দু সাঁতরা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *