নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) দাসপুরের (Dapur) দুর্গাপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, সোনা রুপার গহনার সঙ্গে চুরি গিয়েছে মূর্তিও। তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে দুর্গাপুরের পন্ডিত পাড়া এলাকার ওই মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখা যায়। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জড়ো হয়ে যান স্থানীয়রা। খবর যায় দাসপুর থানায়।
মন্দিরে ঢুকে দেখা যায় পুজোর বাসনপত্র, বিগ্রহের গহনা এবং বিগ্রহ চুরি গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি প্রায় ২ লাখ টাকার সামগ্রী চুরি গিয়েছে।
মন্দিরের পুরোহিত গোপাল পন্ডিত জানিয়েছেন, গভীর রাত্রেই চুরি হয়েছে বলে অনুমান। তারা মন্দিরের সোনা দানার থেকেও বিগ্রহটি ফিরে পেতে বেশি আগ্রহী। প্রশাসন যাতে অন্তত বিগ্রহটি উদ্ধার করে দেয় সেই আবেদন করেছেন।
পুলিশ তদন্তে নেমেছে। যদিও এখনও চুরির কোনও কিনারা হয়নি।কাউকে গ্রেফতারও করা যায়নি।





