জেলায় নকল জিনিস তৈরি চক্রের হদিশ, কলকাতায় চলছে পাণ্ডার খোঁজ

Share with Friends

নিজস্ব প্রতিবেদন, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিশেষ করে কাঁথি ও এগরা মহকুমা এলাকার বিভিন্ন বাজারে নামিদামি কোম্পানির লেবেল লাগানো নকল তেল সাবান চা স্যানিটাইজারের মতো সামগ্রী ছেয়ে গিয়েছে। এই কালোবাজারির অভিযোগ পেয়ে তদন্তে নামল প্রশাসন। উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য।

তদন্তে নামে রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তদন্তে নেমে দেখা দিয়েছেসেখান থেকে জানা গিয়েছে। কলকাতার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন এলাকার স্থানীয় বেকার যুবকদের এই চক্রে জড়িয়ে নিয়েছে। তাঁদের দিয়ে নকল জিনিসপত্রের বোতল প্যাকেটে ব্র্যান্ডেড কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রির কাজ চলছে।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ভূপতিনগর থানা এলাকায় কিছু নকল সামগ্রী উদ্ধার করে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকার তথ্য। জানা গিয়েছে চক্রের পাণ্ডা কলকাতার কোনও অসাধু ব্যবসায়ী। যদিও সেই পাণ্ডা এখনও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নাগালের বাইরে।

পূর্ব মেদিনীপুরের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন স্থানীয় এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, বেকার যুবকদের অর্থের বিনিময়ে নকল জিনিসপত্রে লেভেল লাগানোর কাজ করার চক্র থেকে বার করে আনতে হবে। এবং সেই সঙ্গে গোটা বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি এবং এই চক্র আটকাতে যাথযত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। একই দাবি করেছেন রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছেও।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *