তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতিকে সংবর্ধনা

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হল একাধিক সংগঠনের তরফে। ১৬ অগাস্ট পশ্চিম মেদিনীপুরকে তৃণমূলে সাংগঠনিক দিক থেকে ২টি লোকসভা হিসাবে ভাগ করা হয়। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি পদে দাসপুর ২ নম্বর ব্লকের ভূমিপুত্র দক্ষ সংগঠক আশিস হুতাইতের নাম ঘোষণা হয়। তার পর থেকে তৃণমূলের বিভিন্ন ব্লক ও শাখা সংগঠন এবং অন্য সংস্থা সংগঠনের সম্বর্ধনায় ভাসছেন আশিস হুতাইত।

বুধবার আশিস হুতাইতকে সম্বর্ধনা দেওয়া হয় এমআর সপ ডিলার অ্যাসোসিয়েশনের ঘাটাল শাখা ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে। এই সম্বর্ধনায় উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা এলাকার তৃণমূল চক্র সভাপতি ও সম্পাদক মণ্ডলীর মিলন পড়ালি, অনিরুদ্ধ আলম, তাপস বসু, গণেশ চক্রবর্তী, অজিত কুইল্যা, সেবক মাইতি, দেবগোপাল মণ্ডল, অশোক ঘোড়ই, নিশিকান্ত মাজী প্রমুখ।

প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে আশিস হুতাইত জানিয়েছেন, আচার্যকুল ছাড়া সমাজ সভ্যতার অগ্রগতি অসম্ভব। তাই তাঁদের প্রথম সারিতে রেখে ও পরামর্শ নিয়ে আমরা সকল মানুষের পাশেই থাকব।

বুধবার রেশন সপ ডিলার অ্যাসোসিয়েশনের ঘাটাল শাখার সভাপতি অমিয় মাইতি ও রাজ্য ডিলার অ্যাসোসিয়েশনের সদস্য বিধান মণ্ডল জানিয়েছেন,  রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প  ৬ নভেম্বর চালু ঘোষিত হলেও সেপ্টেম্বর থেকেই রাজ্যের কয়েক জায়গার সঙ্গে দাসপুর ১ ও ২ নম্বর ব্লকেরও কয়েক কয়েক জায়গায় পাইলট প্রজেক্ট চালু হচ্ছে।  এ থেকে সুবিধা অসুবিধা পর্যালোচনা করে আগামী দিনে সার্বিক রূপ দেওয়া হবে। এই প্রকল্প রেশন দোকান থেকে কম পক্ষে ১ কিলোমিটার দূরের গ্রাহকদের ক্ষেত্রে প্রযুক্ত হবে।

এ প্রসঙ্গে তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি করোনাকালেও মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার জন্য সমস্ত সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *