শ্যামসুন্দর দোলই, দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা ও কেশপুর বিধানসভার সোশ্যাল মিডিয়া (Social media) কর্মীদের নিয়ে বৈঠক সেরে নিল তৃণমূল কংগ্রেস (TMC)। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই আলোচনা সভা হয়। সভার আয়োজন করা হয় বকুলতলায় সংগঠনের জেলা কার্য্যালয়ে।
রবিবারের এই আলোচনায় ছিলেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত ও চেয়ারম্যান অমল পাণ্ডা, ঘাটাল সাংগঠনি জেলা কিষান ক্ষেত মজুর সেলের সভাপতি সুনীল ভৌমিক ও ঘাটাল সাংগঠনি জেলা যুব সভাপতি। এছাড়াও ৪ বিধানসভার সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যুব কর্মীরা।
এই বৈঠকে সোশ্যাল মিডিয়ার কর্মীদের সামনে তুলে ধরা হয় কী ভাবে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল কাজ করবে। এবং সেখানে সোশ্যাল মিডিয়া কর্মীদের ভূমিকা কী হবে। সোশ্যাল মিডিয়াকে আরও বেশি করে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার বিষয়টি বিস্তারিত আলোচনা হয়।
