পথ দেখানোর বার্তায় তৃণমূলের রাজনৈতিক কর্মশালা ক্ষীরপাই টাউন হলে

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ক্ষীরপাই: পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মশালা হল ক্ষীরপাই (Khirpai) টাউন হলে। এর উদ্যোগে ছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। ১ ডিসেম্বর বুধবার এই কর্মশালার আয়োজন করে ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেস। এই কর্মশালার উদ্বোধনে ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত সব মানুষের সুষ্ঠু পরিষেবায় প্রাথমিক বিদ্যালয়ের আচার্যদের পথ দেখানোর বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিন এই সাংগঠনিক জেলার ১০টি ব্লকের ২৪টি থেকে চক্র সভাপতি সহ বাছাই করা শিক্ষক শিক্ষিকারা কর্মশালায় অংশ নেন। এদিনের কর্মশালায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা আইএনটিইউসি-র সভাপতি শিক্ষক বিকাশ কর, এই সাংগঠনিক জেলা ক্ষেত-মুজুর সভাপতি সুনীল ভৌমিক, পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান শ্যামপদ পাত্র, সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষুই, সৌমেন ঘোষ, এই সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে, জেলা চেয়ারম্যান শান্তনু দে, বিধায়ক অরূপ ধাড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্য দোলৈ ও হীরালাল ঘোষ প্রমুখ।

সংগঠনের নেতারা শিক্ষক-শিক্ষিকাগণকে বিদ্যালয়ে পাঠদানের সময় সঠিক রেখে এর বাইরে সকল মানুষের কল্যাণে সরকারি পরিষেবার পরিসীমা ও গুরুত্ব সব মানুষকে বুঝানোর আহ্বান জানিয়েছেন এবং সামাজিক দায়বদ্ধতায় সকল মানুষের সমস্যা সমাধানে পাশে থাকার বার্তা দিয়েছেন। এই জেলায় ১৪৫৮০ জন প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন। তাঁদের মধ্যে অন্তত ৭০ শতাংশ শিক্ষক শিক্ষিকাকে সংগঠনের পাশে আনানোর আবেদন জানিয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *