মুখ্যমন্ত্রী ও UNESCO-কে অভিনন্দন জানিয়ে শিক্ষকদের মহামিছিল মেদিনীপুরে

Share with Friends

শ্যামসুন্দর দোলই, মেদিনীপুর: এ বছর ফের কেন্দ্রের তরফে গোটা দেশের মধ্যে কৃষির মতো লিটারেসি ও ডেভেলপমেন্ট সমীক্ষাতে বড় রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। আবার এ বছর ইউনেস্কো দ্বারা দুর্গাপূজাকে হেরিটেজ উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জন্য এর মূল কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও ইউনেস্কোকে (UNSCO) অভিনন্দন জানিয়ে মঙ্গলবার ২১ ডিসেম্বর মিছিল হল মেদিনীপুর শহরে।

“বলো বলো বলো সবে, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, /ধর্মে মহান হবে, কর্মে মহান হবে…” বাঙালি গীতি কবির এই আকুতি এক বার সার্থক করেছিলেন স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্মসভায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদর্শ কর্মে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে সমাজ কল্যাণ প্রকল্প হিসেবে ‘কন্যাশ্রী’-সহ একাধিক প্রকল্প।  

এদিনের মিছিলের আয়োজক ছিল পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। মেদিনীপুর শহর ঘুরে এই মিছিল শেষে হয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে বক্তব্য পেশ করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান শান্তনু দে ও সমিতির জেলা সভাপতি অনিমেষ দে এবং পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য সৌমেন ঘোষ প্রমুখ।

এদিন কলকাতা পুরসভার ভোটের ফল প্রকাশ হয়। সেখানে ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতে জয়ের আনন্দও ভাগ করে নেন মিছিলে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। তাঁরা সবুজ আবীর নিয়ে একে অপরের কপালে বিজয় তিলক এঁকে দেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *