Ajker Rashifal – আজ রাত ৯টা ৮ পর্যন্ত অষ্টমী তিথি থাকবে এবং তারপর নবমী তিথি থাকবে। আজ রাত ৮টা ৭ পর্যন্ত আর্দ্রা নক্ষত্র থাকবে পুনর্বসু নক্ষত্র থাকবে। আজ আনন্দআদি যোগ, শুনফা যোগ, বুধাদিত্য যোগ, সৌভাগ্য যোগ ও শোভন যোগ থাকবে।
আপনার রাশি মিথুন, কন্যা, ধনু ও মীন হলে হংস যোগ এর সাথ পাবেন। আবার বৃষ, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ হলে শস্য যোগ এর সাথ পাবেন। চন্দ্র আজ সারাদিন মিথুন রাশিতে অবস্থান করবে।
আজ কোন শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে চাইলে দুইবার শুভ সময় পাবেন। আজ সকাল ৭টা ০০ থেকে সকাল ৯টা ০০ পর্যন্ত শুভ সময় থাকবে। আবার সন্ধ্যে ৫টা ১৫ থেকে সন্ধ্যে ৬টা ১৫ পর্যন্ত শুভ সময় থাকবে। এই সময়ে শুভ কাজ করা যেতে পারে।
আজ রাহুকাল দুপুর ১২টা ০০ থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত রাহুকাল থাকবে। তাই এই সময়ে কোনও শুভ কাজ করতে যাবেন না। করলেও মনের মত ফল নাও পেতে পারেন।