কন্যা, বৃশ্চিক, ধনু, মকর ও মীন রাশির জাতক জাতিকাদের জন্যে দিনটি বেশ শুভ থাকবে বলা যায়। আজ মেষ, বৃষ, কর্কট ও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে দিনটি মিশ্র ফলদায়ী থাকবে।
তুলা, কুম্ভ ও মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটিতে সচেতন থাকতে হবে। কোনও কারণ আজ কোনও কারনে মানসিক অশান্তি বা অস্থিরতা ও অজ্ঞাত ভয় দেখা দিতে পারে।
আজ সারাদিন পূর্ণিমা তিথি থাকবে। আজ সকাল ০৮ বেজে ৩৯ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র থাকবে এবং তারপর চিত্রা নক্ষত্র থাকবে। আজ আনন্দ আদি যোগ, আনফা যোগ, হর্ষণ যোগ, বুধ আদিত্য যোগ থাকবে।
মেষ, কর্কট, তুলা ও মকর রাশির ক্ষেত্রে শস্য যোগ থাকছে। মিথুন, কন্যা, ধনু ও মীন রাশির জাতক জাতিকারা হংস যোগ এর সাহায্য পাবেন।
মেষ রাশির আজকের রাশিফল ১৬ এপ্রিল
বৃষ রাশির আজকের রাশিফল ১৬ এপ্রিল
মিথুন রাশির আজকের রাশিফল ১৬ এপ্রিল
কর্কট রাশির আজকের রাশিফল ১৬ এপ্রিল
সিংহ রাশির আজকের রাশিফল ১৬ এপ্রিল
কন্যা রাশির আজকের রাশিফল ১৬ এপ্রিল
তুলা রাশির আজ ১৬ এপ্রিল রাশিফল
বৃশ্চিক রাশির আজ ১৬ এপ্রিল রাশিফল
ধনু রাশির আজ ১৬ এপ্রিল রাশিফল
মকর রাশির আজ ১৬ এপ্রিল রাশিফল
কুম্ভ রাশির আজ ১৬ এপ্রিল রাশিফল
মীন রাশির আজ ১৬ এপ্রিল রাশিফল
আজ কেন্দ্রুম দোষ থাকবে। চন্দ্র আজ রাত ০৮ বেজে ০০ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে তারপর তুলা রাশিতে প্রবেশ করবে। আজ কোনও শুভ কাজ করার জন্যে একবার শুভ সময় পাবেন।
আজ দুপুর ০২ বেজে ৩০ মিনিট থেকে দুপুর ০৩ বেজে ৩০ মিনিট পর্যন্ত থাকছে শুভ সময়। সকাল ০৯ বেজে ০০ মিনিট থেকে সকাল ১০ বেজে ৩০ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে।
তাই এই সময়ে কোনও শুভ কাজ বা মঙ্গল কাজ করতে যাবেন না। আবার আজ দুপুর ০১ বেজে ২৪ মিনিট পর্যন্ত ভদ্রা থাকবে। তাই এই সময়েও কোনও শুভ কাজ করা থেকে বিরত থাকুন।