Medinipur Film Festival 2021: সেরা পরিচালক, অভিনেত্রীর পুরস্কার জিতে নিল ‘ভ্রূণ’

Share with Friends

শ্যামসুন্দর দোলই, মেদিনীপুর: পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হল ২ দিন ব্যাপী ‘মেদিনীপুর ফিল্ম ফেস্টিভাল ২০২১’(Medinipur Film Festival 2021)। ২৭ এবং ২৮ ডিসেম্বরের এই আয়োজনে বিভিন্ন ধরনের ৪৫টি চলচ্চিত্র অংশ নিয়েছিল। নানা বিভাগে পুরস্কার ঘোষণা হয়। তার মধ্যে ‘ভ্রুণ’ চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের বিশেষ ভাবে মুগ্ধ করেছে।

সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মেদিনীপুরে প্রদ্যোত স্মৃতি ভবনে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।  এই প্রতিযোগিতায় নানা ধরনের যে ৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয় সেগুলি থেকে বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়।

প্রভাকর মাজীর ক্রিসেন্ট মুন মুভিজ প্রযোজিত ‘ভ্রূণ’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ভ্রুণের বলিষ্ঠ কাহিনিটি লিখেছেন উত্তম হাটুয়া। চিত্রনাট্য রূপকার ও সুরকার সুমন দাস। যুগ্মভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন দিব্যেন্দু পোড়েল এবং সুমন দাস। দুই পরিচালকের সুচারু দক্ষতায় কাহিনির জ্বলন্ত উপস্থাপনা বিচারকমণ্ডলীর নজর কাড়ে। তাই সেরা পরিচালকের পুরস্কার তুলে দেওয়া হয় দিব্যেন্দু পোড়েল এবং সুমন দাসের হাতে।

‘ভ্রূণ’-এ পুরুষতান্ত্রিক সমাজের নানা অছিলায় কন্যা ভ্রূণের প্রতি নির্মম অবিচারের একটি জ্বলন্ত প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা হয়েছে। আর সে চেষ্টায় ভ্রুণের গোটা টিম যে সফল তা দুই বিভাগে জিতে নেওয়া পুরস্কারই প্রমান দিচ্ছে। ভ্রুণের নায়িকা তথা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য চট্টোপাধ্যায়।

ঐশ্বর্য এখানে এক সচ্ছল পরিবারের গৃহবধূ প্রীতির চরিত্রে মন ছুঁয়ে যাওয়ার অভিনয় করেছেন। সেখানে তুলে ধরার চেষ্টা হয়েছে, কী ভাবে গর্ভবতী প্রীতি পারিবারিক ষড়যন্ত্রের মাঝে গর্ভস্থ ভ্রুণকে রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন। এই প্রচেষ্টায় মায়ের সন্তান বাৎসল্যের লড়াই সুনিপুণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন ঐশ্বর্য।  আর তাঁর এই চেষ্টাও স্বীকৃতি পেয়েছে বিচারকদের কাছে।

আপনাদের জন্য রইল ভ্রণের ইউটিউব লিঙ্ক।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *