ক্লাবের সব থেকে দামি ফুটবলারের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসির

Share with Friends

ক্লাবের সব থেকে দামি ফুটবলারের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসির

সংবাদ সংস্থা: এবার ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয় বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League Final 2021) জিতে নিল চেলসি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ফাইনালে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ (Kai Havertz )। প্রথমার্ধে ৪২ মিনিটের মাথায় গোলটি হয়। সেই গোল আর ম্যাচের শেষ পর্যন্ত শোধ করে উঠতে পারেনি ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)।

পোর্তোর এস্তাদিও ডো ড্র্যাগো স্টেডিয়ামে দর্শকরা সাক্ষী থাকলেন এই হাইভোল্টেজ ম্যাচের। যেখানে চেলসির সব চেয়ে দামি ফুটবলার হাভার্টজকে মোক্ষম পাসটি বাড়িয়ে দেন মেসন মাউন্ট। হাভার্টজ বল নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যান। ম্যাঞ্চেস্টার সিটির গোলরক্ষক এডেরসন মোরেসকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন। তবে ৪২ মিনিটের মাথায় গোল করলেও এর আগে ১৩ মিনিটে একটি মোক্ষম সুযোগ হাত ছাড়া হয় চেলসির।

ফাইনালের আগে চেলসির সব থেকে দামি ফুটবলার কাই হাভার্টজ গোটা চ্যাম্পিয়ন্স লিগে একটিও গোল করতে পারেননি । কিন্তু মোক্ষম সময়ে গোল করে ক্লাবকে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে দিলেন। চেলসির বর্তমান কোচ থমাস টুশেল গত বার পিএসজি-কে ফাইনালে তুলেও চূড়ান্ত সাফল্যের মুখ দেখতে পারেননি। কিন্তু এবার কাপ জিতে বাড়ি ফিরলেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *