বেতন বৃদ্ধি-সহ ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে গ্রামীণ সম্পদ কর্মীরা

Share with Friends

শ্যামসুন্দর দোলই, মেদিনীপুর: বেতন বৃদ্ধি, বকেয়া মেটানো-সহ ৬ দফা দাবি নিয়ে মেদিনীপুর (Medinipur) কালেক্টর ভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল গ্রামীণ সম্পদ কর্মীদের (VRP) পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠন। ২৯ ডিসেম্বর বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ২১টি ব্লকের কয়েক শো কর্মী এই বিক্ষোভে অংশ নেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেও সংগঠনের তরফে ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, বর্তমান পরিস্থিতিতে দৈনিক ১৭৫ টাকা ভাতাতে কি জীবিকা নির্বাহ সম্ভব? আরও জানানো হয়, তাঁরা গ্রাম পঞ্চায়েত স্তরে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথীর মতো রাজ্য সরকারের প্রকল্পগুলি রূপদানে নিয়মিত কাজ করেন। কিন্তু সে ক্ষেত্রে দূর-দূরান্ত থেকে তথ্য যথাস্থানে নির্ধারিত সময়ে পৌঁছতে না পারলে নূন্যতম নির্ধারিত সাম্মানিক থেকেও টাকা কেটে ‘শাস্তি’ দেওয়া হয়।

এই গ্রামীণ সম্পদ কর্মীরা ২০১৬ সালে নিযুক্ত হন। কিন্তু তাঁদের অভিযোগ ২০২০ সালে নিযুক্ত বিএসকে কর্মীদের তুলনায় তাঁরা একাধিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই সেই সব দাবি নিয়ে তাঁরা ডেপুটেশন দিতে এসেছেন মেদিনীপুরে। সংগঠনের তরফে দাবি কারা হয়, ভিআরপিদের, মাসিক বেতন বৃদ্ধি করতে হবে। ৩ মাসের বকেয়া অবিলম্বে মেটাতে হবে। মহিলা ভিআরপি-দের মাতৃত্বকালীন ছুটি-সহ উৎসব ভাতা দিতে হবে। ভিআরপিদের ৬২ বছর পর্যন্ত কার্যকাল সুনিশ্চিত করতে হবে। কাজের মেয়াদ বৃদ্ধির নতুন নির্দেশিকা অবিলম্বে প্রতিটি ব্লকে পৌঁছে দিতে হবে।

বিক্ষোভ প্রদর্শনের পর এই ৬ দফা দাবি সম্বলিত পত্র পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে তুলে দেন সংগঠনের সভাপতি ও সম্পাদক। এই দাবি সনদ তাঁরা জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার আর্জিও জানিয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *