নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: অনেক পশু পাখির জন্ম নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে। কিন্তু কারও হাতের তালুতে কোনও সাপকে (Monocled Cobra) জন্ম নিতে দেখেছেন। এমনই একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটি পূর্ব বর্ধমানের ভাতারের।
গত সোমবার ভাতারের জনৈক অরূপ রায়ের বাড়ির গ্যারেজে এই সাপের ডিমগুলি দেখতে পাওয়া যায়। স্থানীয় এক পরিবেশ ও পশুপ্রেমী হোম রানা সেখানে পৌঁছে দেখেন কয়েকটি ডিম ফুটে সাপের বাচ্চা বেরিয়ে এসেছে। সেগুলিকে উদ্ধার করেন তিনি। পরে বর্ধমানের অ্যানিমেল ওয়েলফেয়ার সোশ্যাইটিতে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অ্যানিমেল ওয়েলফেয়ার সোশ্যাইটি অর্ণব দাস-সহ মোট ৪ জন পশুপ্রেমী। তাঁরা সেখান থেকে ডিম ও সদ্য ডিম ফুটে বেরনো সাপের বাচ্চাগুলিকে উদ্ধার করেন। সদ্যজাত সাপ ও ডিম মিলিয়ে মোট ২৫টি ছিল বলে জানিয়েছেন অর্ণব।
অর্ণব জানিয়েছেন, সোমবারই ১৯টা ডিম ফেটে বাচ্চা বেরিয়েছে। বাকিগুলি পরের দিন জন্মেছে। পরে সবগুলি সাপের বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলি লুপ্ত প্রায় মনোক্লেড কোবরা বা একটি দাগ বিশিষ্ট কেউটে। আগে এই সাপ প্রচুর পরিমানের দেখা গেলেও এখন লুপ্তপ্রায় প্রাণীর তালিকায় চলে গিয়েছে।
সাপগুলি উদ্ধার করতে গিয়ে একটি ডিম হাতে তুলে নেন এক পশু ও পরিবেশ প্রেমী। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সেখানেই দেখা যাচ্ছে ধীরে ধীরে সেই ডিম থেকে একটি কালো কুচকুচে সাপের বাচ্চা বেরিয়ে আসছে।





