মাঝ আকাশে বিমান থেকে পড়ে যাচ্ছেন ২ ব্যক্তি, কাবুলের ভয়ংকর সব ভিডিও ভাইরাল

Share with Friends

সংবাদ সংস্থা, কাবুল: আফগানিস্তান (Afghanistan) তালিবানদের (Taliban) দখলে চলে যাওয়ার পরের অবস্থা কী তা নিয়ে স্পষ্ট কোনও ধারণাই বাইরের বিশ্বের সংবাদমাধ্যমগুলির কাছে নেই। তালিবানদের তরফে দাবি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু কাবুল বিমান বন্দরের ছবিটা আবার অন্য কথা বলছে।

কাবুল বিমান বন্দরের একাধিক ছবি ভিডিও সামনে এসেছে। সেখানে একটি ভিডিওতে যেমন দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষ বিমানে চড়ে পালাতে চাইছেন। স্বাভাবিক ভাবেই বিমানে অনেক বেশি মানুষ উঠে পড়ছেন। নিরাপত্তার কোনও বালাই নেই। তার মাঝেই এমন একটি ভিডিও সামে এল যা দেখলে গা শিউরে উঠবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিমান তখন মাঝ আকাশে। তা থেকে ২ জন পড়ে যাচ্ছেন। এই ভিডিও কাবুল বিমানবন্দরের বলে জানা গিয়েছে। আল জাজিরার এক সাংবাদিক তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলেও সেই ভিডিও শেয়ার করেছেন। জানা গিয়েছে ওই ২ ব্যক্তি বিমানের ভিতর জায়গা না পেয়ে বিমানের সঙ্গে কোনও ভাবে নিজেদের বেঁধে নিয়েছিলেন। কিন্তু বিমান টেক অফ করতেই তাঁরা বিমান থেকে পড়ে যান।

আসলে প্রাণের ঝুঁকি নিয়ে যে কোনও মূল্যে তাঁরা কাবুল ছাড়তে চাইছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণটাই সম্ভবত চলে গেল তাঁদের কাবুল আর ছাড়া হল না। এমনও জানা গিয়েছে এই সব এলাকায় রাষ্ট্রসংঘ বা অন্য আন্তর্জাতিক কোনও সংস্থার উপস্থিতি চোখে পড়ছে না।

এদিকে আরও একটি ভিডিও শেয়ার করে জানানো হয়েছে, আগের সরকারের আমলে যে সব তালিবান জঙ্গিকে জেলে পোরা হয়েছিল, ক্ষমতায় আসার পরই তালিবানরা তাদের জেল থেকে ছেড়ে দিয়েছে। একটি জেল থেকে কয়েক শো লোককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে।

এদিকে ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্ক রেখে চলার বার্তা দিয়েছে নতুন তালিবান সরকার। নতুন তালিবান সরকারের তরফে দাবি করা হয়েছে, এই তালিবান আগের তালিবানের থেকে সম্পূর্ণ আলাদা। এই তালিবান সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। আর তা সম্ভব হলে ভারত বা আফগানিস্তান ২ দেশের পক্ষেই তা ভাল। এখন দেখার এই তালিবান কেমন, ভবিষ্যত বলবে। এবং ভারত সরকার তাদের সঙ্গে কী সম্পর্ক রেখে চলে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *