কন্যা রাশির মানুষ – এখানে আমরা কন্যা রাশির জাতক জাতিকারা কেমন হয় তা আলোচনা করলাম। তবে এখানে আমরা জেনারেল একটি আলোচনা শেয়ার করব। অমত হলে ক্ষমা করবেন। আর যদি মনে হয় ঠিক তবে অন্যদের সঙ্গে শেয়ার করুন।
১। এরা বাকপটু হয়ে থাকে। এরা সহজ সরল স্বভাবের হয়ে থাকে। তবে এরা সবসময় দোটানায় ভোগে। সিদ্ধান্ত নেওয়ায় ভুল করে।
২। মানুষ চিনতে ভুল করে এরা। কাউকে সহজে ভরসা ও বিশ্বাস করে ফেলে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।
৩। এরা সৎ স্বভাবের হয়ে থাকে। এরা পরিশ্রম অনুযায়ী তেমন মনের মত ফল পান না। এরা কখনো গাছ লাগান তবে ফল অন্য কেউ খায় অর্থাৎ এরা পরিশ্রম করে কিন্তু ফল অন্য কেউ পায়।
৪। ম্যানেজম্যান্ট, ফাইনান্স, ব্যাঙ্কিং, বিজনেস ইত্যাদি ক্ষেত্রে রিসার্চ ওয়ার্ক করে করতে চেষ্টা করুন। ক্রিয়েটিভ আইডিয়া এদের বেশি হয়।
৫। কাকে কি বলতে হবে তা এদের পরে মনে পড়ে। এরা অন্যের হয়ে কাজ করে দেয় তবে এঁদের জন্যে সহজে কেউ কাজ করে না।