১৬ দফা দাবিতে ডিআই-এর কাছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডেপুটেশন

Share with Friends

শ্যামসুন্দর দোলই, মেদিনীপুর: ১ সেপ্টেম্বর বুধবার বেশ কয়েক দফা দাবি দাওয়া নিয়ে ডিআই ( প্রাথমিক) তরুণ সরকারের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে। মেদিনীপুরে বিদ্যাসাগর হল চত্বর থেকে সুদীর্ঘ মিছিল করে বটতলা চক, গোলকুঁয়া চক, এলআইসি মোড় ও কালেক্টর মোড় হয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মুখে হাজির হয়।

প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে শিক্ষক নেতৃত্ববৃন্দ অফিসকর্মীদের ভুলভ্রান্তিতে শিক্ষক শিক্ষিকাদের হয়রানির বিষয় নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এর পর শিক্ষক সমিতির জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ১৬ দফা দাবি সনদ ডিআইয়ের হাতে তুলে দেয়।

এই দাবির মধ্যে রয়েছে, ১৯৯৯ সালে নিযুক্তি শিক্ষক শিক্ষিকাদের ত্রুটিপূর্ণ ইনক্রিমেন্ট প্রদান। স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুবিধাজনক স্থানে স্থানান্তর। পিএফের হিসাব আপডেট করা। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ। সংসদে চেয়ারম্যান নিয়োগ। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে বার্ষিক স্যালারি স্টেটমেন্ট সংক্রান্ত ১৬ নং ফর্ম প্রদান।

সেই সঙ্গে দাবি করা হয় লোকাল এডজাস্টেড টিচারদের ঐ বিদ্যালয়ে নিয়োগে স্থায়ী করা। প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৩ শিক্ষক সুনিশ্চিত করণ। শিক্ষক বদলিতে উৎসশ্রী প্রকল্প সংস্কার এবং পরিমাপ বিড়ম্বনা এড়াতে পোশাক ও পচা আলু ওজন ঘাটতি এড়াতে মিড ডে মিল ব্যবস্থা আগের মতো বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *