Woman murder: নদী থেকে উদ্ধার অবিন্যস্ত পোশাকে মহিলার গলাকাটা দেহ

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) দাসপুর (Daspur) থানা এলাকার কলোড়া গ্রামের কংসাবতী নদী (Kangsabati river) থেকে উদ্ধার এক মহিলার গলাকাট দেহ। নদীর জলে বস্তাবন্দী করে দেহ পাথর চাপা দেওয়া ছিল। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। দাসপুর থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

সাত সকালে নদী বাঁধের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় গ্রামের শিব মন্দির সংলগ্ন এলাকায় নদীর জলে বস্তাবন্দী কিছু ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় আশপাশের লোকজনকে খবর দেন। কাছে গিয়ে দেখা যায় এক মহিলার দেহকে বস্তায় ভরে পাথার চাপা দিয়ে জলে ডুবিয়ে রাখা হয়েছে। তার পরই এলাকার মানুষ খবর দেন দাসপুর থানায়।

দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। বস্তাবন্দী দেহটি জল থেকে নদীর তুলে আনা হয়। বস্তা খুলতেই দেখা যায় এক মহিলার গলাকাটা দেহ। অনুমানিক বয়স ৪০ বছর। পরনে সবুজ শাড়ি থাকলেও তাঁর শরীরে অনেকাংশ অনাবৃত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি এটি খুনের ঘটনা।

দাসপুর থানার তরফে কৃষিজীবী সমাচারকে জানানো হয়েছে, মহিলার পরিচয় এখনও জানা যায়নি। জানার চেষ্টা হচ্ছে। খুন করে ওই মহিলার দেহ নদীতে ফেলে রাখা হয়েছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ঘাটাল মহকুমা হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই বলা যাবে মৃত্যুর আসল কারণ।

স্থানীয়দের দাবি, আপাত শান্ত এই গ্রামে এমন ঘটনা আগে ঘটেছে কিনা তা তাঁরা মনে করতে পারছেন না। তবে মহিলা স্থানীয় নন। এবং হতে পারে, তাঁকে অন্যত্র খুন করে এখানে দেহ ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *