World Yoga Day 2022: যোগানুশীলনে বিশ্ব যোগ দিবস উদযাপিত হল দাসপুরের লঙ্কাগড়ে

Share with Friends

শ্যামসুন্দর দোলই, লঙ্কাগড়:  ২১ জুন গোটা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও প্রায় সব ব্লকে উদযাপিত হল বিশ্ব যোগ দিবস (World Yoga Day 2022)। বিভিন্ন জায়গায় যোগানুশীলনের মাধ্যমে দিনটি উদযাপনের ব্যবস্থা হয়। এদিন সকাল ৭টা থেকেই দাসপুর ১ নম্বর ব্লকের ঐতিহাসিক লঙ্কাগড় কমিউনিটি হলে যথোচিত মর্যাদায় পালিত হয় বিশ্ব যোগ দিবস।

লঙ্কাগড়ের এই অনুষ্ঠানের উদ্যোক্ত ছিল গণস্বাস্থ্য চেতনা গঠনে ভারত সরকারের যুব কেন্দ্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের সৌজন্যে পশ্চিম মেদিনীপুর নেহেরু যুব কেন্দ্র। এদিন দেড়শোর বেশি যোগানুশীলনকারী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

তাঁদের সঙ্গে ছিলেন সাথী রায়, জেলা যুব আধিকারিক, নেহেরু যুব কেন্দ্র, পশ্চিম মেদিনীপুর জেলা শাখা, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, এপিএ, যুব কেন্দ্র, পশ্চিম মেদিনীপুর, নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত প্রধান গগন সামন্ত, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভুঁইয়া, সমাজসেবী অশোক মাইতি ও মিহির মন্ডল প্রমুখ।

বিশিষ্ট অতিথিবর্গ প্রত্যেকেই উল্লেখ করেন শরীর ও মনের সুস্থতা এবং আরোগ্যলাভে ও সার্বিক সচেতনতা অর্জনে যোগ অদ্বিতীয়। এর স্রষ্টা ভারতীয় মুনি ঋষিগণ। এটি আন্তর্জাতিক মর্যাদা লাভের জন্য আমরা প্রত্যেকেই গর্ব বোধ করি।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *