মাত্র ৬ বছরেই India book of records-এ নাম তুলে ফেলল ঘাটালের শ্রীহানের

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: মাত্র ৫ বছর ১১ মাস বয়সেই মাউথ অর্গানের সুরে India book of records-এ জায়গা করে নিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের কুশপাতার ছোট্ট শ্রীহান সামন্ত। এই বয়সে কোনও স্বরলিপি না দেখে একটানা ১৫টি বাংলা ও হিন্দি গান মাউথ অর্গানে সুরে তুলতে পারে শ্রীহান। আর তার জেরে India book of records সর্ব কনিষ্ঠ মাউথ অর্গান বাদক হিসেবে নাম তুলেছে এই শিশু।

২৩ অগাস্ট India book of records-এর পুরস্কার পৌঁছে গিয়েছে শ্রীহানের কাছে। পুরস্কারের মধ্য়ে রয়েছে মেডেল, ব্যাচ, সুদৃশ্য কলম, শংসাপত্র। এর আগে এই রেকর্ড ছিল ১১ বছর ৭ মাস বয়সের সৌম্যজিতের ঝুলিতে। শ্রীহান ৫ বছর ১১ মাস বয়সেই সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করল।

শ্রীহানের পৈত্রিক বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে হলেও তার বাবা কর্মসূত্রে থাকেন মুর্শিদাবাদে। তিনি পেশায় একজন হাই স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন গিটার ও মাউথ অর্গান বাদক। ফলে বাবার কাছেই ছোট্ট শ্রীহানের মাউথ অর্গানে হাতে খড়ি।

বাড়িতে রীতিমত গান বাজনার পরিবেশ। ছোট্ট শ্রীহান এখন কেজি ২-এর ছাত্র। পড়াশুনোর পাশাপাশি চলে তার এই মাউথ অর্গান চর্চা। সেই চর্চা এবার বড় পুরস্কার এনে দিল। ছোট্ট শ্রীহানের সাফল্যে পরিবারের সকলে বেশ খুশি।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *