কপাল নাক কান ঠোঁটে তিল থাকলে কী হয় দেখুন

Share with Friends

কপাল – যে সব জাতক জাতিকাদের কপালের ডান দিকে তিল থাকে তাঁরা সৌভাগ্যের অধিকারী হন। আর যাঁদের বাম কপালে তিল থাকে তাঁরা দুষ্টু হন বা অনেক ক্ষেত্রে কুমতলব আঁটতে থাকেন।

নাক – জাতক জাতিকাদের নাকে তিল থাকলে তিনি খুবই প্রতিভাবান বা প্রতিভাবতী হন। তাঁরা জীবনে সুখীও হন। জাতিকা বা মহিলাদের ক্ষেত্রে যদি নাকে তিল থাকে তাঁরা খুব সৌভাগ্যের অধিকারী হন।

কান – কোনও জাতক জাতিকার কানে তিল থাকলে তিনি দীর্ঘায়ু হন। অর্থাৎ অনেক দিন বাঁচেন এবং অনেক ক্ষেত্রে তিনি সুস্থ ভাবে বেঁচে থাকেন। কোনও বড় রোগ তাঁকে কাবু করে না।

মুখমন্ডল – জাতক জাতিকাদের মুখমণ্ডল বা তার আশপাশে তিল থাকলে তাঁরা ভদ্র নম্র বিনয়ী এবং সুখী হন। তাঁরা ধনী এবং সুখী হন। শান্তিতে জীবন অতিবাহিত করতে পারেন।

ঠোঁট – এমনিতে উপরের বা নীচের ঠোঁটে যেখানেই তিল থাকুক না কেন জাতক জাতিকাদের মন ভালবাসায় পূর্ণ হয়, প্রেমিক বা প্রেমিকা হন। আবার তাঁদের চারিত্রিক দোষও থাকে।

উপরের ঠোঁটে তিল থাকা কর্তব্যপরায়নার ইঙ্গিত করে। কোনও জাতক জাতিকার নীচের ঠোঁটে যদি তিল থাকে তাহলে তিনি ভোগী হন। নীচের ঠোঁটে তিল থাকলে সারা জীবন দারিদ্রের মধ্যেও কাটে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *