Pasesh Adhikari: ‘আলু চুরির’ দায়ে কি পরেশ অধিকারীকে অভিযুক্ত করলেন পূর্ণেন্দু বসু?

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: পূর্বতন বাম আমলের বর্তমানে তৃণমূলের মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) দিকে কি কার্যত আলু চুরির বিষয়ে অভিযোগ তুললেন কিষান ও ক্ষেতমজুর সমিতির সভাপতি পূর্ণেন্দু বসু (Purnendu Basu)? এই প্রশ্নই উঠতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বৃহস্পতিবার দলের কৃষক সংগঠনের সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই পূর্ণেন্দু বসুকে বলা হয়, বামেরা প্রচার করছেন রাজ্য সরকার আলুর দাম নিয়ে কিছু করছে না। তারই প্রেক্ষিতে পূর্ণেন্দু বসু বাম আমলে আলু চুরির ব্যবসার অভিযোগ তোলেন। এবং একই সঙ্গে নাম নেন তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর।

একই সঙ্গে পূর্ণেন্দু বসু নতুন এবং পুরনো তৃণমূল বিতর্কও আরও একবার তুলে দিলেন সবার সামনে। পরেশ অধিকারী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, পরে যাঁরা তৃণমূলে এসেছেন। ফলো গোটা বিষয় নিয়েই নতুন করে যে বিতর্ক তৈরি হবে তাতে সন্দেহের কোনও অবকাশ নেই।

আলুর দাম বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য পূর্ণেন্দু বসুর।

Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *