মেষ ও বৃষ রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

Share with Friends

মেষ রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবেমেষ ও বৃষ রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

মেষ – মেষ রাশির জাতক জাতিকাদের জীবন সংঘর্ষ পূর্ণ হয়ে থাকে। তবে তাঁরা সহজে হার স্বীকার করে না। সফলতার জন্যে এঁরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। এর ফলে এঁদের জীবনে অভিজ্ঞতা অনেক বেশি হয়ে থাকে।

ম্যানেজ করে চলতে এঁরা পটু। কাজে বেশ কর্মঠ হয়ে থাকেন বা পরিশ্রমী হয়ে থাকেন। পুলিশ, ফৌজ, প্রশাসনিক ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকা অধিক আগ্রহী হয়। কাজের আগে রিসার্চ করে থাকেন।

মেষ রাশির জাতক জাতিকারা স্পষ্ট কথায় বিশ্বাসী। কোন কথা ঘুরিয়ে না বলে সোজাসুজি বলে দেয়। পরামর্শ দিতে এঁরা ভালবাসেন। কাজের ক্ষেত্রে ডিসিপ্লিন বজায় রেখে চলে এঁরা। তর্কের সাথে কোন কথা বলেন।

বৃষ – বৃষ রাশির জাতক জাতিকারা খুব ধৈর্যশীল হয়ে থাকেন। কোন কাজে বেশি সময় লাগলেও বিরক্ত হন না। কোন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তা বৃষ রাশির জাতক জাতিকারা একেবারেই পছন্দ করেন না।

মিষ্টি কথায় বা ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন সহজে। বৃষ রাশির জাতক জাতিকারা ভরসা যোগ্য হয়ে থাকে। কোন কাজের দায়িত্ব দিয়ে অন্যরা নিশ্চিত থাকতে পারেন। এঁরা সাধারণত পরিণত, বোধবুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন।

এঁরা রাগ খুবই কম করেন তবে যখন রেগে যান তখন অন্যরা মুশকিলে পড়ে। যে যেমন তার সাথে এঁরা তেমন ব্যবহার করে থাকেন। পজিটিভ মনোভাবের হয়ে থাকেন বৃষ রাশির জাতক জাতিকা।

তবে এই রাশির মানুষেরা কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকেন। তবে মাঝে মাঝে এঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ঘাটতি দেখা যায় এবং সেই কারনে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *