করোনাকালে চাহিদা মেটাতে গুড়লী দিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির

Share with Friends

নিজস্ব সংবাদদাতা: করোনাকালে (Coronavirus) হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করছে একের পর এক স্বেচ্ছাসেবী সংস্থা। তেমনই এগিয়ে এল পশ্চিম মেদিনীপুরে দাসপুরের গুড়লী দিশা ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার তাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন হয় গুড়লী সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ে।

ঘাটাল ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। মোট ৩৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। শিবিরে উপস্থিত ছিলেন গুড়লী সুরতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল দলবেরা। ছিলেন গুড়লী দিশা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রসূন পাঁজা, সম্পাদক শ্রীকান্ত কদম। শ্রীকান্ত বলেন,  সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার লক্ষ্যে গড়ে তোলা এই সংস্থা করোনাকাল এবং গরমের সময় হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে এই শিবিরের আয়োজন করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষক তাপস পোড়েল, শ্যামসুন্দর দোলই, কিংকর পাত্র, চন্দন দত্ত, দীপঙ্কর মিশ্র, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডল, শিবানী ধাড়া, অমর পাঠক, কীটনাশক বিশারদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়, স্বর্ণশিল্পী  সুভাষ বাগ-সহ এলাকার মানুষ।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *