‘কৃষক বন্ধু’ প্রকল্পে আর্থিক সাহায্য দ্বিগুণ করে দিলেন মমতা

Share with Friends

বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির প্রচারে সব থেকে বেশি উঠে এসেছিল যে ইস্যুগুলি তার মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পে অর্থ সাহায্য বাড়ানোরষ ক্ষমতায় আসার ২ মাসের আগেই তা পূরণ করলেন। কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমান বাড়িয়ে দ্বিগুণ করে দিলেন।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ”কৃষকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ৫ হাজার টাকা থেকে ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। খেতমজুর, বর্গাদাররা ন্যূনতম ৪ হাজার টাকা পাবেন। আগে ২ হাজার টাকা পেতেন।” মুখ্যমন্ত্রী দাবি করেন, এটা একটা বড় প্রকল্প। গোটা দেশে বাংলাতেই এই প্রথম।

কৃষক বন্ধু প্রকল্পে ৬২ লাখ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। বছরে ২ কিস্তিতে দেওয়া মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। তার মধ্যে বৃহস্পতিবারই ৯ লাখ ৭৮ হাজার কৃষকের কাছে তা পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরাও পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *