সমবায় ‘বাঁচাতে’ লড়াই চালাচ্ছে বামপন্থী মঞ্চ

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: তৃণমূল কংগ্রেস সরকার আসার পর নিয়মিত নির্বাচন হয়নি সমবায় সমিতিগুলিতে। এবার যাতে নিয়মিত নির্বাচন হয় সেই দাবি তুলে দিকে দিকে সম্মেলন করেছে সমবায় বাঁচাও মঞ্চ। ব্লকে ব্লকে গড়ে উঠেছে এই সংগঠন। আজ দাসপুর ১ নম্বর ব্লকের সমবায় বাঁচাও মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন।

আজ রবিবার দাসপুরের সুলতাননগরে এই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দাবি ওঠে নিয়মিত নির্বাচন এবং সব রকম অনিয়ম বন্ধ করে সমবাগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। সমবায়গুলিতে চূড়ান্ত দুর্নীতি চলছে বলেও অভিযোগ সমবায় বাঁচাও মঞ্চের।

আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা গুণধর বসু, সমবায় আন্দোলনের জেলার নেতা গণেশ সামন্ত, এবং ব্লক কমিটির সম্পাদক প্রণব গোস্বামী, ব্লক কমিটির সদস্য তরুণ ভট্টাচার্য। শতাধিক সমবায় কর্মী এই সম্মেলনে যোগদান করেন। এবং নতুন কমিটি তৈরি হয় এই সম্মেলনে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *