Durga puja date 2023: মহালয়া থেকে দুর্গাপুজার বিজয়ার নির্ঘণ্ট

Share with Friends

বাঙালীরা নতুন ক্য়ালেন্ডার বা পাঁজি হাতে পেলেই সবার আগে যেটা দেখে নেন তা হল কবে দুর্গা পুজো (Durga puja date 2023). আমরাও তাই শুধু দুর্গা পূজা নয় মহালয়া থেকে একে বারে পুজোর মরসুমে ভাই ফোঁটা পর্যন্ত সব তারিখ নির্ঘণ্টা উল্লেখ করে দিলাম। প্রয়োজনে সেই মতো নিজেদের ছুটির পরিকল্পনা করে নিন।

মহালয়া: ২৬ আশ্বিন, ১৪৩০ (১৪ অক্টোবর, ২০২৩)

দুর্গাপুজার নির্ঘণ্ট

ষষ্ঠী­– ২ কার্তিক, ১৪৩০ (২০ অক্টোবর, ২০২৩) শুক্রবার। সূর্যোদয় সকাল ৫টা ৩৯ মিনিটে। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫ মিনিটে। পূর্ব্বাহ্ন ৯টা ২৮ মিনিট। ষষ্ঠী থাকবে রাত ৯টা ৭ মিনিট পর্যন্ত।

পূর্ব্বাহ্নের মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা, তবে বারবেলানুরোধে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে পূজা।

শারদীয়া দুর্গা পুজোর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী– ৩ কার্তিক, ১৪৩০ (২১ অক্টোবর,২০২৩) শনিবার। সপ্তমী থাকবে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত। সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো প্রশস্তা। এবার দেবীর ঘোড়ায় আগমণ। ফল– ছত্রভঙ্গ।

অষ্টমী– ৪ কার্তিক, ১৪৩০ (২২ অক্টোবর,২০২৩) রবিবার। অপরাহ্ন ৪টা ৫৪ মিনিট থেকে বিকাল ৫টা ৪২ মিনিটের মধ্যে সন্ধিপুজো।

নবমী– ৫ কার্তিক, ১৪৩০ (২৩ অক্টোবর, ২০২৩) সোমবার। নবমী থাকবে বিকাল ৩টা ৩ মিনিট পর্যন্ত।

দশমী– ৬ কার্তিক, ১৪৩০ (২৪ অক্টোবর, ২০২৩) মঙ্গলবার। দশমী থাকবে দুপুর ১২টা ৪২ মিনিট পর্যন্ত। দেবীর ঘোড়ায় গমন। ফল– ছত্রভঙ্গ।

খুব তাড়াতাড়ি চালু হচ্ছে আমাদের রাশিফল অ্যাপ। প্রতিদিনের বিস্তারিত ও নিখুঁত রাশিফল-সহ অন্যান্য বিষয়ে জানতে এখনই ডাউনলোড করুন।

কোজাগরী লক্ষ্মী পুজো

১০ কার্তিক, ১৪৩০ (২৮ অক্টোবর, ২০২৩) শনিবার। পূর্ণিমা থাকবে আগের দিন শুক্রবার রাত ৩টা ৪১ মিনিট থেকে শনিবার রাত ১টা ৫৬ মিনিট পর্যন্ত।

শ্যামাকালী পুজো

২৫ কার্তিক, ১৪৩০ (১২ নভেম্বর, ২০২৩) রবিবার। ভূতচতুর্দশী। মধ্যরাত্রীতে শ্রীশ্রী শ্যামাপুজো।

ভাই ফোঁটা

২৮ কার্তিক, ১৪৩০ (১৫ নভেম্বর, ২০২৩) বুধবার।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *