Jawad Cyclone: জাওয়াদের জলে মাঠে ভাসছে পাকা ধান, ফের কৃষকদের মাথায় হাত

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: জাওয়াদের (Jawad Cyclone) ধাক্কায় ফের অন্নদাতাদের মাথায় হাত। কৃষকদের দুর্দশা যেন বারোমাস্যা হয়ে দাঁড়িয়েছে! প্রথমে এ বছর ধান চাষের শুরুতে প্রায় অনাবৃষ্টি কৃষকদের ভুগিয়েছে। তার পর ২-৩ দিনের টানা বৃষ্টিতে বীজতলা ও ধান রোওয়া জমি জলে তলিয়ে যায়। আবার নতুন আশায় ধান ও সবজি চাষ করলেও অনেক জমিতে বন্যার জল ঢুকে ফসল নষ্ট করে দেয়। বিপুল ক্ষতি হয় সবজি থেকে ধান চাষিদের। এর পর আবার জাওয়াদ। ফের একবার ধাক্কা খেলেন কৃষকরা।

আগের সব ক্ষতি সয়েও কৃষকরা সাধ্যমত যা চাষ করেছেন তাও জাওয়াদের গভীর নিম্নচাপে জলের তলায়। শনিবার ও রবিবারের টানা বৃষ্টিতে সারা বাংলার সঙ্গে সঙ্গে ঘাটাল মহকুমার দাসপুর ১ও ২ ব্লক, ঘাটাল ব্লক এবং চন্দ্রকোনা ১ও২ ব্লকের আলু, কপি, লঙ্কার মতো সবজি নষ্টের মুখে। একটু নীচু জমিতে কেটে রাখা পাকা ধান যেন এখন দোকানে ল্যাংচার মতো জমিতে ভাসছে!

সব মিলিয়ে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান ও সবজি জলে ডুবে রয়েছে। ফলে কৃষকদের দুর্দশা চলছেই। দুর্ভোগে হাতেই যেন তাঁদের জীবন জীবিকা দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির অনাসৃষ্টিতে কৃষকদের নাজেহাল অবস্থা! এই অকাল অনাসৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা মোচনে প্রশাসন কি সদয় হবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কৃষকদের কাছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *