বয়কট বিতর্কে কি বললেন তৃণমূল সাংসদ দেব

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: কোভিড কালে আবার বয়কটের ছায়া। এর আগে প্রথম ঢেউয়ের সময় দিল্লির একটি ধর্মীয় অনুষ্ঠানের পর এমন বয়কটের হাওয়া উঠেছিল। এবার তেমনটা না হলেও পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট বিলির অভিযোগ। এই ঘটনার পিছনে শাসক দলের কর্মীরা রয়েছেন বলে অভিযোগ স্থানীয় সিপিএম ও বিজেপি সমর্থকদের। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং ঘাটালের সাংসদ দেব সেই অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গে দেব বলেন এই কঠিন সময়ে মানুষের পাশে থাকা উচিত।

লিফলেট বিতর্ক নিয়ে টুইট করেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। প্রথমে লিফলেটের একটি ছবি টুইট করেন এক ইউজার। সেখানে দেবকে ট্যাগ করে দেন তিনি। যে লিফলেটে বলা হয়েছিল, ‘১৮ জনকে সাহায্য করলে কঠোর ব্যবস্থা’। সেই লিফলেট দেখে আতঙ্কিত এলাকার বিরোধী দলের নেতা কর্মী সমর্থকরা।

কেশপুরে লিফলেট বিলি করে এই সামাজিক বয়কটের কথা প্রচার করা হয়। তাতে এলাকায় আতঙ্কিত বহু মানুষ। লিফলেটে ১৮ জনের নাম উল্লেখ করে বলা হয়, এদের পরিবারকে সাহায্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ১৮টি পরিবারের মধ্যে বেশিরভাগই বিজেপি সমর্থক কিছু সিপিএম সমর্থকও রয়েছে। তার পরই বিষয়টি নিয়ে মুখ খুললেন সাংসদ দেব।

যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এবার সে প্রসঙ্গে বলতে গিয়ে দেব জানান, এই কঠিন পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ানো উচিত। এই ধরনের সামাজিক বয়কট ঠিক নয়।

দেব লিখেছেন, আমি নিজে কেশপুরের তৃণমূল সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাঁরা এমন কোনও পোস্টার প্রকাশ করেনি। আমি মানুষ হিসেবে এটাকে সমর্থন করি না। অযথা তৃণমূলের বদনাম করবেন না। আমরা খুবই কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, এটাকে আরও কঠিন করে তুলবেন না কেউ।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *