‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রাথমিক ছাড়পত্র আদায় সেরাম ইনস্টিটিউটের

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: আধার পুনাওয়ালার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বিশ্বের সর্বাধিক কার্যকর করোনা টিকা স্পুটনিক ভি উৎপাদনের প্রাথমিক ছাড়পত্র যোগাড় করে ফেলল। দেশের ড্রাগস রেগুলেটর এই প্রাথমিক ছাড়পত্র দিয়েছে বলে জানা গিয়েছে। এই ছাড়পত্রের পর সেরাম ইনস্টিটিউট রুশ টিকাটি পরীক্ষা এবং তার ফলাফল বিশ্লেষণ করতে পারবে। পুনের ল্যাবরটরিতে এই কাজ চলবে। তবে উৎপাদনের ছাড়পত্র পেলেও এখনই তা বিক্রির অনুমতি পায়নি সেরাম। উৎপাদনের পরের পর পরীক্ষা নিরীক্ষাই চালাতে পারবে এখন।

আরও পড়ুন: বয়কট বিতর্কে কি বললেন তৃণমূল সাংসদ দেব

টিকা উৎপাদনের সব থেকে বড় কারখানা রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে। আর বিশ্বের প্রায় ৬০ শতাংশ টিকা উৎপাদন হয় ভারতেই। সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই ব্রিটেনের সংস্থার সঙ্গে যৌথ ভাবে তৈরি করোনা টিকা কোভিশিল্ড উৎপাদন করছে। সেই সঙ্গে সেরামের ল্যাবরটরিতেই উৎপাদন হচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তাঁরা কেবল স্পুটনিক ভি উৎপাদন প্রাথমিক ছাড়পত্র পেয়েছেন। বানিজ্যিক ভাবে উৎপাদনে আরও কয়েক মাস লাগবে’। তবে যে ভাবে কেন্দ্র এই বছরের মধ্যে দেশের সব মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তাতে সেরামের পরীক্ষা সফল হলে দ্রুতই তাদের স্পুটনিক ভি উৎপাদনের ছাড়পত্র দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। স্পুটনিক ভি করোনার বিরুদ্ধে প্রায় ৯১.৬ শতাংশ কার্যকর। এই রুশ টিকাই সব থেকে বেশি কার্যকর বলে দাবি বিশেষজ্ঞদের।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *