কলকাতা পুলিশে প্রায় ২ হাজার নিয়োগ, দেখে নিন কারা যোগ্য এই পদে

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতা পুলিশে ১৮০০ পদে নিয়োগ হবে। এই পদে কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে সে সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ পেয়েছে। আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

মোট শূন্য পদ: ১৮০০

পদ – ১) কনস্টেবল (মহিল এবং পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা – ১) আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাস হতে হবে। ২) বাংলা লিখতে, বলতে এবং পড়তে পারতে হবে।

বয়সের উর্ধ্ব সীমা – ১) জেনারেল- ১৮ থেকে ২৭ বছর। ২) এসসি এবং এসটি- বয়সে ৫ বছরের ছাড়। ৩) ওবিসি- বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি – ১) জেনারেল ও ওবিসি- ১৭০ টাকা। ২) এসসি এবং এসটি- ২০ টাকা।

শারীরিক মাপ – ১) পুরুষ (বাঙালি)- উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি অতিরিক্ত)। ২) পুরুষ (গোর্খা)- উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি, ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি অতিরিক্ত)। ৩) মহিলা (বাঙালি)- উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি। ৪) মহিলা (গোর্খা) – উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি

বেতন – ১) নতুন বেসিক – ২২,৭০০ টাকা ২) এইচআরএ – ২৭২৪ টাকা ৩) মেডিক্যাল – ৫০০ টাকা ৪) ডিএ – ৬৮১ টাকা ৫) সর্বমোট – ২৬,৬০৫ টাকা

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া – ১) ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ২) প্রথম পরীক্ষায় পাস হলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ৩) পুরুষদের ক্ষেত্রে সাড়ে ১৬০০ মিটার অতিক্রম করতে হবে ৬ মিনিটে।
মহিলাদের ক্ষেত্রে ৮০০ মিটার অতিক্রম করতে হবে ৪ মিনিটে।
৪) ১০০ নম্বরের লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ।
৫) সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।
৬) সবশেষে প্রমাণ খতিয়ে দেখা হবে।

আবেদনের পদ্ধতি – ১) www.wbpolice.gov.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *