২ মাসের মধ্যে আজই দেশে করোনা সংক্রমণ সব চেয়ে কম

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৪ হাজার নতুন করোনাভাইরাস এ আক্রান্তের খবর সামনে এসেছে। যা গত ২ মাসের মধ্যে সবচেয়ে কম। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া ডেটা অনুযায়ী দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লক্ষ এবং মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার।

গত ২৪ ঘণ্টায় ১.৯৯ লক্ষ জন সংক্রমণ কাটিয়ে উঠেছেন। বর্তমান ভারতের সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৪.৭৭ লক্ষ। গত ২৪ দিনের মধ্যে আজই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।

শনিবার প্রায় মোট ২০ লক্ষ টেস্ট করা হয়। এখনও পর্যন্ত মোট টেস্ট এর সংখ্যা ৩৬ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার ৫২২। এমনকি পজিটিভিটি রেট সবথেকে কম গত ১৩ দিনের মধ্যে।

করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা সব চেয়ে বেশি হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের পরে উত্তর প্রদেশে। মেগা ইনোকুলেশন পরিকল্পনার আওতায় ভারতে এখনও পর্যন্ত ২৩ কোটিরও বেশি টিকা ডোজ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত নানান রাজ্য ভ্যাকসিন এর ঘাটতি অনুভব করে চলেছ ক্রমাগত। তবে ভ্যাকসিন নিয়ে সুপ্রিম কোর্ট ভারত সরকার কে পুনরায় বিবেচনা করার কথা বলেছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *