HDFC Bank এর ওপর 10 কোটি জরিমানা চাপাল Reserve Bank Of India

Share with Friends

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) শুক্রবার, ২৮ শে মে, HDFC Bank লিমিটেডকে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৮৯ এর ধারা ৮ এবং ৬(২) এর ধারা লঙ্ঘনের জন্য 10 কোটি ডলার আর্থিক জরিমানা করেছে। । উল্লেখিত আইন উলঙ্ঘন এর জন্যেই এই জরিমানা চাপানো হয়েছে বলেই বিবৃতি দিয়ে বলা হয়।

নানান বিষয়ে Reserve Bank Of India তে অভিযোগ জমা পড়ছিল বারংবার। সেই অভিযোগ এর ভিত্তিতে বিষয় খতিয়ে দেখে Reserve Bank Of India এবং তার পরই এই জরিমানা করা হয়। ঘটনা নজরে আসার পর কারন দর্শানোর নোটিস পাঠায় Reserve Bank Of India। তবে সেই নোটিস এর জবাবে সন্তুষ্ট নয় আর বি আই।

ব্যাংক জালিয়াতি বা ব্যাংক এ নানান ধরণের ফ্রড সামনে এসেছে সম্প্রতি। যা সরকার এর এবং আর বি আইএর মত সংস্থার মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *