লিচু চাষের খুঁটিনাটি – জমি, চারা তৈরি, চারা রোপণ, পরিচর্যা

Share with Friends

লিচু চাষের খুঁটিনাটি – জমি, চারা তৈরি, চারা রোপণ, পরিচর্যা

উপযুক্ত জমি ও মাটি: মাটি হল যেকোনো চাষের জন্যে একটি অতি প্রয়োজনীয় একটি উপাদান। নিকাশযুক্ত উর্বর বেলে দোআঁশ মাটি লিচু চাষের জন্য উত্তম, তবে উঁচু ও মাঝারি উঁচু জমিতে লিচুর চাষ ভাল হয়।

জাত পরিচিতি: অনেক জাতের লিচুর মধ্যে বেদানা, গুটি, মাদ্রাজি, বোম্বাই, মঙ্গলবাড়ী, মোজাফফরপুরী, চায়না-৩, কদমী সবচেয়ে ভাল।

চারা তৈরি: কাটিং কলম ও গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা যায়।

চারা রোপণ: জ্যৈষ্ঠ-আষাঢ় মাস কলমের চারা রোপণের সঠিক সময় বলা যায়। দুটি চারার মাঝে ৮ থেকে ১০ মিটার দূরত্ব থাকা উচিত। চারা রোপণের সময় গর্তে কিছুটা অন্য লিচু বাগানের মাটি মিশিয়ে দিলে চারার অভিযোজন ও ফলন দ্রুত হবে।

সার ব্যবস্থাপনা: প্রতি গর্তে টিএসপি সার ৭০০ গ্রাম, এমওপি সার ৪৫০ গ্রাম, জিপসাম সার ৩০০ গ্রাম, জিংক সালফেট ৬০ গ্রাম ও জৈবসার ২৫ কেজি দিতে হয। গর্ত ভর্তির ১০-১৫ দিন পর মাটির বলসহ গর্তের মাঝখানে সোজাবাবে লাগাতে হবে। রোপণের ৩ মাস পর ৩০০-৩৫০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করা দরকার।পূর্ণ বয়স্ক ফলন- গাছের জন্য ইউরিয়া সার ২ কেজি, টিএসপি সার ৩.৫ কেজি, এমওপি সার ২ কেজি, জিপসাম সার ২৬০ গ্রাম, জিংক সালফেট সার ৬০ গ্রাম, গোবর ১৫ কেজি এবং ৯ কেজি ছাই প্রয়োগ করতে হয়।

অন্তবর্তীকালীন পরিচর্যা: পূর্ণ বয়স্ক গাছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলতে হবে, এর ফলে গাছের বৃদ্ধি হবে বেশ ভাল। কলমের গাছের বয়স ৪ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙ্গে দেয়া দরকার।

সেচ ও আগাছা ব্যবস্থাপনা: চারা গাছের বৃদ্ধির জন্য ঘন ঘন জল দিতে হবে। তাছাড়া গাছের গোড়া আগাছা মুক্ত রাখতে হবে এবং মাঝে মাঝে মাটি একটু আলগা করে দিলে ভাল ফল পাওয়া যাবে।

ফসল তোলা: ফলের  খোসার কাঁটা চ্যাপ্টা হয়ে যখন মসৃণ হয় এবং ফলের গায়ে লালচে বর্ণ ধারণ করে তখন কিছু পাতাসহ ডাল ভেঙ্গে লিচু থোকায় থোকায় সংগ্রহ করতে হবে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *