Covid-19 in India: ৪৫ দিনে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, টিকা নিয়ে নতুন বার্তা কেন্দ্রের

Share with Friends

Covid-19 in India: ৪৫ দিনে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, টিকা নিয়ে নতুন বার্তা কেন্দ্রের

সংবাদ সংস্থা: দেশের করোনার (Covid-19 in India) গ্রাফ কয়েক দিন ধরেই নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার, যা গত ৪৫ দিনের মধ্যে সব থেকে কম। এই মে মাসের শুরুর দিকে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যাটা ছিল ৪ লাখ ১৪ হাজার। ফলে সেই জায়াগায় দৈনিক সংক্রমণ পৌনে ২ লাখের নীচে নেমে আসায় কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

তবে বিশ্বের মধ্যে ভারতের সংক্রমণের হার এখনও যথেষ্ট উদ্বেগজনক। গোটা বিশ্বের (Covid-19 in World) মধ্যে নতুন করে সংক্রমণের হারের দিক থেকে সিংহ ভাগই ভারতের। তবে ভারত সরকার শুক্রবারই একটি ঘোষণা করেছে। সেখানে দাবি করা হয়েছে এই বছরের মধ্যেই দেশের সবাইকে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সেখানে পরীক্ষার হিসাব দিয়ে দেখানো হয়েছে, ১০৮ কোটি মানুষকে টিকা দিতে হবে অর্থাত্ ২১৬ কোটি ডোজ। যা ডিসেম্বরের মধ্যে সম্ভব বলেই দাবি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

শুক্রবার দিল্লিতে এক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টিকা করণ নিয়ে বার্তা দেন। সেখানে তিনি কার্যত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষের জবাব দেন। সেই প্রসঙ্গে তিনি জানান এই বছর ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষকে টিকা করণের আওতায় আনা হবে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *