ইয়াশে পশ্চিম মেদিনীপুরেই প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার ক্ষতি, দাসপুরে বাঁধ ভাঙার দৃশ্য ক্যামেরাবন্দি

Share with Friends

ইয়াশে পশ্চিম মেদিনীপুরেই প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার ক্ষতি, দাসপুরে বাঁধ ভাঙার দৃশ্য ক্যামেরাবন্দি

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ইয়াশের (Cyclone Yaas) প্রভাবে বুধবার সকাল থেকেই শুরু হয় ঝড় সঙ্গে মুষলধারে বৃষ্টি। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়ে গিয়েছে। দাসপুর (Daspur) ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে রূপনারায়ণের (Rupnarayan River) জলে। পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফে সেই ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করা হয়েছে এদিন।

টানা বৃষ্টিতে এমনিতেই মাঠ, খাল ভরতি হয়ে গিয়েছিল। ইয়াশের প্রভাবে হওয়া বৃষ্টিতে নদীও ফুলেফেঁপে ওঠে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। রূপনারায়ণের জলে প্লাবিত দাসপুর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। দাসপুর ২ নম্বর ব্লকের শ্রীবরা মাগুড়িয়া এলাকায় বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। পঞ্চাননতলা এলাকায় মজে যাওয়া দুর্বাচটি খাল সংস্কারের জন্য রূপনারায়ণ নদে বাঁধ দেওয়া হয়েছিল। ইয়াসের জেরে ফুলে ফেঁপে ওঠা রূপনারায়ণের জলের প্রবল চাপে ভেঙে যায় সেই বাঁধ। বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকতে শুরু করেছে খালে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাল ছাপিয়ে উপচে পড়ে জল। একাধিক বাড়ি জলমগ্ন।পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কোমল বলেন, “পরিস্থিতির উপরে নজর রাখা হয়। ঝড়ের কারণে ৩ লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। নদীর জল বা জমা জল বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে। সেচ দফতর বিষয়টি দেখছে।” তবে ইয়াশের প্রভাবে জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ঝড় বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে প্রায় ৫৩৪ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। ৩৩৯টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। আংশিক ক্ষতি হয়েছে ৪ হাজার ৭২০টি বাড়ির। ৬৪ হাজার হেক্টর জমিতে প্রায় ৪৫৫ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ৯০০ হেক্টর জমিতে সবজি ও ফল ফুলে ক্ষতি হয়েছে। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় ১৪কোটি টাকা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতি হয়েছে প্রায় ৯৭ লাখ টাকার। এছাড়াও বাঁধ ভাঙার ক্ষতির রয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *