সকাল থেকে #Resign_PRimeMinister -এর ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

Share with Friends

নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: সকাল থেকে #Resign_PRimeMinister ট্রেন্ড শুরু হয়েছে টুইটারে। এমনকি এক সময় ট্রেন্ডিংয়ে #Resign_PRimeMinister ১ নম্বরে উঠে আসে। তবে ঠিক কী কারণে এই ট্রেন্ডিং শুরু হয় তা স্পষ্ট হয়নি। বিভিন্ন টুইটে বিভিন্ন রকম ইঙ্গিত দেওয়া হয়েছে। কোথাও আদানি গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ তোলা হয়েছে, তো কোথাও আবার করোনার ভ্যাকসিন নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ উঠেছে।

মহারাষ্ট্রের কংগ্রেসের ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকেও #Resign_PRimeMinister দিয়ে টুইট করা হয়েছে। সেখানে আবার নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র (PM Narendra Modi) বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি নাকি কার্টুনিস্টদের ভয় পান, চলচ্চিত্র নির্মাতাদেরও ভয় পান মোদি, সেই সঙ্গে টুইটারকে, প্রেস কনফারেন্স করতে, সত্যি কথা বলতেও ভয় পান। তাও তিনি নিজেকে ৫৬ ইঞ্চি বলে দাবি করেন।

এছাড়াও  একাধিক ভেরিফায়েড এবং অজস্র সাধারণ টুইটা হ্যান্ডল থেকে হাজার হাজার টুইট হয়েছে #Resign_PRimeMinister দিয়ে। সেখানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়ার কারণে মোদিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

আরও পড়ুন: বিধায়ক খুনে অভিযুক্ত মাওবাদী নেতার মৃত্যু, মাথার দাম ছিল ১৫ লাখ টাকা

আরও পড়ুন: CRPF জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে পালাচ্ছে জঙ্গিরা, ভাইরাল সিসিটিভি ফুটেজ

স্বাভাবিক ভাবেই টুইটারের এই ট্রেন্ডিং নিয়ে বিজেপির তরফে সরকারি ভাবে কিছু বলা হয়নি।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *