Cooperative Bank: শিক্ষকদের স্যালারি অ্যাকাউন্ট খোলার বার্তা দিয়ে সমবায় ব্যাঙ্কের আলোচনা সভা

Share with Friends

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম, দাসপুর: সমবায় অর্থ মিলন, সমবেত প্রয়াস, যৌথ কর্ম প্রচেষ্টা। এ ভাবেই এগিয়ে  চলেছে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড (Tamluk Ghatal Cooperative Bank Limited)। বুধবার ব্যাঙ্কের ২৫তম নাড়াজোল শাখার এক আলোচনা সভার আয়োজন হয়। এই আলোচনা সভার আয়োজন হয় দাসপুরে লংকাগড়ের কল্যাণ পুর কমিউনিটি হলে। করোনা বিধি মেনে সভার আয়োজন করে সমবায় ব্যাঙ্কের নাড়াজোল শাখা।

আলোচনায় দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সমবায় ব্যাঙ্কগুলির তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে মানুষের পাশে থাকার কাজে সন্তোষ প্রকাশ করেন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সভাপতি কৃষ্ণেন্দু বিষই, শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, বিভিন্ন প্রয়োজনে ঋণ পাওয়ার ক্ষেত্রে সমবায় ব্যাঙ্কগুলিতে স্যালারি অ্যাকাউন্ট করানো উচিত। পৌরোহিত্য করেছেন এই সমবায় সমিতির সাধারণ সম্পাদক কৌশিক কুলভী।

কৌশিক কুলভী জানিয়েছেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এই সমবায় ব্যাঙ্কই প্রথম ঋণ মঞ্জুর শুরু করেছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে ২০০ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৫২ পড়ুয়ার স্টুটেন্ড ক্রেডিট কার্ডে ঋণ মঞ্জুর হয়েছে। অবিলম্বে আরও ১০০ জনের ঋণ মঞ্জুর হচ্ছে।

অনুষ্ঠানে আরও ছিলেন নিজ-নাড়াজোল গ্রাম পঞ্চায়েত প্রধান গগন সামন্ত, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভূইয়া ও শিক্ষা কর্মাধ্যক্ষ হাসিবুল মল্লিক, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার চেয়ারম্যান শান্তনু দে ও নাড়াজোল ২ চক্র শাখার শিক্ষক নেতা শ্যামসুন্দর দোলই, শিক্ষক বরুণকুমার দণ্ডপাট, নাড়াজোল মহেন্দ্র অ্যাকাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক স্বপনকুমার মিশ্র, সমাজসেবী তপন চক্রবর্তী, স্বরূপ ভূইয়া ও প্রলয় সিংহ প্রমুখ।

এছাড়াও শ্রোতা আসনে ছিলেন অঙ্গনওয়াড়ি, শিশু শিক্ষাকেন্দ্র, এমএসকে, প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সমবায় ব্যাঙ্কের ম্যানেজার সুখেন্দু সাঁতরা ও অন্য কর্মীরা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *