বিশ্ব দুগ্ধ দিবসে রিলায়েন্স ফাউন্ডেশন ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রশিক্ষণ শিবির

Share with Friends

বিশ্ব দুগ্ধ দিবসে রিলায়েন্স ফাউন্ডেশন ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা: আগামী ১লা জুন মঙ্গলবার বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day) উদযাপনে বিশেষ উদ্যোগ নিল রিলায়েন্স ফাউন্ডেশন, শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে একটি অনলাইন সচেতনতা শিবির ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে করোনার অতিমারীর কথা মাথায় রেখে গোটা অনুষ্ঠানটি ভিডিয়ো কনফারেন্সে করা হবে।

এই সচেতনতা ও প্রশিক্ষণ শিবির আলোচনা হবে, গো-পালন ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে কৃষকের আর্থিক উন্নতি ও স্বনিযুক্তি, গ্রামীণ দুগ্ধ সমবায়ের আধুনিকীকরণ, গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় সঠিক সময়ে টিকাকরণ নিয়ে। আলোচনায় উপস্থিত থাকবেন শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান ডঃ নারায়ণ চন্দ্র সাহু, দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উপ অধিকর্তা ডঃ তারাশঙ্কর পান, সুন্দরবন মিল্ক ইউনিয়নের প্রধান পরিচালক ডঃ অম্বিকা প্রসাদ মিশ্র, শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিষয় বস্তু বিশেষজ্ঞ (পশু চিকিৎসা ও পশুপালন) ডঃ সর্বস্বরূপ ঘোষ।

সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরটি মঙ্গলবার শুরু হবে বেলা ১১টায়। আয়োজকদের তরফে আগ্রহী সবাইকে যোগদানের অনুরোধ করা হয়েছে। তার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে গুগল মিট (Google meet) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবং ১১টা নাগাদ সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার জন্য (https://meet.google.com/ttm-tawd-ndt) লিংকে ক্লিক করতে হবে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *