স্বাস্থ্য দপ্তরে প্রচুর পদে নিয়োগ, আবেদন করুন আজই

Share with Friends

District Health and Family welfare samiti প্রায় ১৪ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মুলত ঝাড়গ্রাম জেলায় এই নিয়োগ হবে। এই পোস্টে আবেদনের জন্যে কি কি লাগবে, বা কত পদে কত শূন্যপদ রয়েছে তা এখানে আলোচনা করব। যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন।

তবে আবেদনের আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন এবং সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। পোস্টের নিচে সমস্ত দরকারি বা গুরুত্বপূর্ণ লিঙ্ক পাবেন আপনি।

আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। wb health sector recruitment 2023

দৈনিক চাকরির খবর পেতে WhatsApp এ যুক্ত হনক্লিক করুন এখানে
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp পেতে যুক্ত হনক্লিক করুন এখানে

যে সকল পদে নিয়োগ হতে চলেছে

১। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

২। সাইকিয়াট্রিক নার্স

৩। স্টাফ নার্স – NUHM

৪। মেডিক্যাল অফিসার

৫। মেডিক্যাল অফিসার

৬। ফার্মাসিস্ট

৭। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার

৮। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার

৯। ব্লক ডেটা ম্যানেজার

১০। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Medicine

১১। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Paediatrics

১২। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – G and O

১৩। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Opthalmologist

১৪। হিসাবরক্ষক – আয়ুস

১। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্ট

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
ক্লিনিক্যাল সাইকোলজিস্টবয়স সীমা ৪০ বছরসাইকোলজিতে স্নাতক বা ফিলোজফিতে মাস্টার্স। বিস্তারিত জানতে নোটিফিকেশন দেখুন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ভাইভা।

২। সাইকিয়াট্রিক নার্স

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
সাইকিয়াট্রিক নার্সবয়স সীমা ৪০ বছরসাইকিয়াট্রিক নার্স কোর্স এ স্নাতক বা মাস্টার্স বা ডিপিএন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ভাইভা।

৩। স্টাফ নার্স – NUHM

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
স্টাফ নার্স – NUHMবয়স সীমা ৪০ বছরজি এন এম থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা

৪। মেডিক্যাল অফিসার

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
মেডিক্যাল অফিসারবয়স সীমা ৪০ বছরএম বি বি এস। শিক্ষাগত যোগ্যতা

৫। মেডিক্যাল অফিসার

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
মেডিক্যাল অফিসারবয়স সীমা ৪০ বছরএম বি বি এস।শিক্ষাগত যোগ্যতা

৬। ফার্মাসিস্ট

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
ফার্মাসিস্টসর্ব নিম্ন ১৮ বছর, বয়স সীমা ৪০ বছরডিপ্লমা ফার্মাসিশিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট।

৭। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার২১ থেকে ৪০ বছরফিজিওথেরাপি নিয়ে স্নাতক হতে হবে সীই সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ভাইভা।

৮। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার২১ থেকে ৪০ বছরস্নাতক বা মাস্টার্স থাকতে হবে লাইফ সাইন্স এ। অথবা ম্যানেজম্যান্ট এ দিপ্লমা। এছাড়াও এম এস অফিসে অভিজ্ঞ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট, ভাইভা।

৯। ব্লক ডেটা ম্যানেজার

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
ব্লক ডেটা ম্যানেজার২১ থেকে ৪০ বছর১ বছরের কম্পিউটারে ডিপ্লমা থাকতে হবে। এছাড়াও মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট।

১০। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Medicine

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Medicineবয়স সীমা ৬২ বছরএম বি বি এস এর সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ডি এন বি ইন মেডিসিন। শিক্ষাগত যোগ্যতা ও ভাইভা।

১১। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Paediatrics

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Paediatricsবয়স সীমা ৬২ বছরএম বি বি এস এর সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ডি এন বি/ দিপ্লমা ইন পেডিয়াট্রিক মেডিসিন।শিক্ষাগত যোগ্যতা ও ভাইভা।

১২। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – G and O

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – G and Oবয়স সীমা ৬২ বছরএম বি বি এস এর সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ডি এন বি/ দিপ্লমা ইন গাইনকলজি।শিক্ষাগত যোগ্যতা ও ভাইভা।

১৩। স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Opthalmologist

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
স্পেশালিষ্ট মেডিকেল অফিসার – Opthalmologistবয়স সীমা ৬২ বছরএম বি বি এস এর সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ডি এন বি/ দিপ্লমা ইন Opthalmology।শিক্ষাগত যোগ্যতা ও ভাইভা।

১৪। হিসাবরক্ষক – আয়ুস

পদের নামপদের সংখ্যাবয়সশিক্ষাগত যোগ্যতাসিলেকশন পদ্ধতি
হিসাবরক্ষক – আয়ুসবয়স সীমা ৬২ বছরগভঃ এমপ্লই হতে হবে। কম্পিউটার জ্ঞান।

আবেদন পদ্ধতি –

এই পদে আবেদনের জন্যে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরই আপনি ফর্ম ফিলআপ করতে পারবেন।

বিভিন্ন পদের জন্যে বিভিন্ন স্যালারি দেওয়া হবে। সব ক্ষেত্রে কেমন স্যালারি রয়েছে দেখতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন দেখুন। নোটিফিকেশনের জন্যে নিচে লিঙ্ক রয়েছে দেখুন।

আবেদনের জন্যে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ – ২২ ফেব্রুয়ারি ২০২৩

আবেদন শেষ হওয়ার তারিখ – ৫ মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিঙ্ক –

দৈনিক চাকরির খবর পেতে WhatsApp এ যুক্ত হনক্লিক করুন এখানে
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp পেতে যুক্ত হনক্লিক করুন এখানে
অফিসিয়াল নোটিফিকেশন এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটএখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন

Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *