৫৭তম বর্ষের বিজয়া সম্মিলন আয়োজন দাসপুরে যদুপুর প্রাথমিক বিদ্যালয়ে

Share with Friends

বিশেষ প্রতিনিধি, দাসপুর: সাংস্কৃতিক চর্চায় শুভ বিজয়ার প্রীতি সম্মিলন (Durga puja 2021)  হল দাসপুরের (Daspur) যদুপুর প্রাথমিক বিদ্যালয়ে। ৮ নভেম্বর সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে ‌রাজনগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের শুভ বিজয়ার সম্মিলন সমিতি।

রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশ নেন। পৌরোহিত্য করেছেন রাজনগর ইউনিয়ন হাই স্কুল থেকে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েল । এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন এই স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব ওঝা ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি গোবিন্দ সিংহ এবং অভ্যর্থনা  সমিতির সভাপতি মদনচন্দ্র আদক। উদ্বোধনী সংগীত গেয়েছে শিশু শিল্পী আদ্রিতা আদক।

৫৭টি মঙ্গল দীপ জ্বালানোর পর মঙ্গল স্তোত্র পাঠ করেন বেলবেড়িয়া গোপালনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম‌কুমার সেন। শোক প্রস্তাব করেছেন রামগড় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেব গোপাল মণ্ডল।

রাজনগর গ্রামপঞ্চায়েতের এই ঐতিহ্যবাহী শুভ বিজয়ার প্রীতি সম্মিলনে নবীন ও প্রবীণের মেল বন্ধনের পক্ষে অনুষ্ঠানের আহ্ববায়ক আনন্দগড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামসুন্দর দোলই তাঁর প্রতিবেদনে অশুভ শক্তিরূপী বন্যাসুর ঝড়াসুর ও করোনাসুরের বিরুদ্ধে লড়াইয়ের বিজয় যাত্রায় আদি কবি ব্যাসদেব ও স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করে পরোপকারে সব মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

এই প্রীতি সম্মিলনের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করে অতিথিবৃন্দ সহ  উপস্থিত শিক্ষক-শিক্ষিকাগণ কথায় কবিতায় ও গানে অংশ গ্রহণ করেছেন অঞ্জলী ঘোষ, জয়দেব গোস্বামী,উত্তম কুমার সেন প্রমুখ।  অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন শিক্ষক বিবেকানন্দ কারক।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *